এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভিকে চিঠি দিয়েছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)।
চিঠিতে ভারতীয় বোর্ড চায়, সদ্য সমাপ্ত এশিয়া কাপের চ্যাম্পিয়ন ট্রফি ও মেডেল পাকিস্তান থেকে ফেরত পাঠানো হোক।
‘ইন্ডিয়া টুডে’-এর প্রতিবেদন অনুযায়ী, বিসিসিআইয়ের সচিব দেবজিৎ শাইকীয়া নিশ্চিত করেছেন যে, নকভির কাছে আনুষ্ঠানিকভাবে একটি চিঠি পাঠানো হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, মুম্বাইয়ে বোর্ডের দপ্তরে ট্রফি ও মেডেল পাঠিয়ে দিতে হবে।
শাইকীয়া বলেন, “আমরা বিষয়টি ধাপে ধাপে এগিয়ে নিচ্ছি। প্রথমে নকভিকে জানিয়েছি। তিনি যদি কোনো জবাব না দেন, তাহলে আমরা আইসিসিকে (আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল) অবহিত করব এবং বিষয়টি সমাধানে তাদের হস্তক্ষেপ চাইব।”
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনাল শেষে এসিসি সভাপতি হিসেবে মহসিন নকভির হাত থেকেই ভারতীয় ক্রিকেটারদের ট্রফি ও মেডেল গ্রহণের কথা ছিল। কিন্তু ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি কর্মকর্তার হাত থেকে পুরস্কার নিতে অস্বীকৃতি জানায় বলে জানা যায়। এতে নকভি দীর্ঘ সময় মাঠে অপেক্ষা করলেও ভারতীয় দলের কেউ এগিয়ে আসেননি। পরবর্তীতে তিনি ট্রফি ও মেডেল নিজ কক্ষে নিয়ে যান।
ঘটনার পর থেকেই বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয় ক্রিকেট মহলে। এশিয়া কাপ চলাকালীনও ভারতীয় দলের আচরণ নিয়ে প্রশ্ন উঠেছিল। টসের পর পাকিস্তান অধিনায়কের সঙ্গে ভারতীয় অধিনায়ক হাত মেলাননি, এবং ম্যাচ শেষে পাকিস্তানি খেলোয়াড়রা মাঠে থাকলেও ভারতীয় দল দ্রুত ড্রেসিংরুমে ফিরে যায়।
পাকিস্তানের বিপক্ষে তিনটি ম্যাচেই ভারতীয় ক্রিকেটারদের এমন আচরণ সমালোচনার জন্ম দেয় ক্রিকেটবিশ্বে। এখন সেই বিতর্কের নতুন পর্ব শুরু হয়েছে ট্রফি ও মেডেল ফেরত চাওয়ার ঘটনায়।
এসআর
মন্তব্য করুন: