[email protected] বুধবার, ২২ অক্টোবর ২০২৫
৬ কার্তিক ১৪৩২

দ্বিতীয় ওয়ানডে আজ

সিরিজ জয়ের লক্ষ্যে স্পিনেই ভরসা বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৫ ১১:১৭ এএম

সংগৃহীত ছবি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।

 ম্যাচ শুরু বেলা দেড়টায়

প্রথম ম্যাচে মাত্র ২০৭ রান করেও ক্যারিবীয়দের ৭৪ রানে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা।

মিরপুরের উইকেট আজও মন্থর ও স্পিন সহায়ক। তাই স্পিন আক্রমণই হতে পারে বাংলাদেশের মূল অস্ত্র। একাদশে বাড়তি স্পিনার হিসেবে যুক্ত হয়েছেন নাসুম আহমেদ। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজও দলে এনেছে আকিল হোসেনকে। ধারণা করা হচ্ছে, দুই দলই চার স্পিনার নিয়ে মাঠে নামতে পারে।

প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে উঠতে গতকাল অনুশীলনে জোর দিয়েছে বাংলাদেশ দল। টপঅর্ডারের ফুটওয়ার্ক ও স্ট্রাইক রোটেশনের ঘাটতি পূরণে কাজ হয়েছে সেন্টার উইকেটে প্রায় দুই ঘণ্টা ধরে। বাস্তব ম্যাচ পরিস্থিতি মাথায় রেখে ব্যাটারদের অনুশীলন করান কোচ সিমন্স।

স্পিন সহায়ক উইকেটে কীভাবে সামনে বা পেছনের পায়ে ভর দিয়ে খেলতে হবে, সিঙ্গেল নিয়ে ইনিংস গড়ে তোলা এবং মাঝের ওভারে চাপ সামলানোর কৌশল নিয়েই ছিল অনুশীলনের ফোকাস।

অনুশীলনে বল করেছেন নাসুম আহমেদ, তানভীর ইসলাম ও রিশাদ হোসেন।

স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ বলেন, ‘ম্যাচের পরিস্থিতি অনুযায়ী অনুশীলন করানো হয়েছে। সবাই জানে, এই কন্ডিশনে স্পিনারদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ।’

অন্যদিকে, ক্যারিবীয় শিবিরেও চলছে স্পিন মোকাবিলার প্রস্তুতি। তারাও মন্থর উইকেটে স্লো বোলারদের সাহায্য নিয়ে নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর