[email protected] বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
৩০ আশ্বিন ১৪৩২

আফগানদের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫ ২:০৫ এএম

সংগৃহীত ছবি

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুঃস্বপ্নের পারফরম্যান্স দেখাল বাংলাদেশ।

সিরিজের শেষ ম্যাচে ২৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পুরো দল গুটিয়ে গেছে মাত্র ৯৩ রানে। ফলে ২০০ রানের বিশাল ব্যবধানে হেরে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা।

প্রথম ম্যাচে টেনে–টুনে ২০০ রান ছুঁয়ে ৫ উইকেটে হারের পর দ্বিতীয় ম্যাচে একশ’ পার করেই থেমেছিল বাংলাদেশ। শেষ ম্যাচে ব্যর্থতার চিত্র আরও ভয়াবহ রূপ নেয়।

আবুধাবির ব্যাটিং সহায়ক উইকেটে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শক্ত ভিত গড়ে আফগানিস্তান। ওপেনার রহমানুল্লাহ গুরবাজ (৪২) ও ইব্রাহিম জাদরান (৯৫) মিলে দলকে এনে দেন ৯৯ রানের জুটি। এরপর মাঝারি ধস নামলেও অভিজ্ঞ মোহাম্মদ নবীর ঝড়ো ইনিংসে বড় সংগ্রহ পায় আফগানরা।
মাত্র ৩৭ বলে ৬২ রান করেন নবী, যাতে ছিল ৪ চার ও ৫ ছক্কা। নির্ধারিত ৫০ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ দাঁড়ায় ২৯৩ রান।

বাংলাদেশের হয়ে সাইফ হাসান ৪ ওভারে ৬ রান দিয়ে ৩ উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধস নামে বাংলাদেশের ইনিংসে।
ওপেনার নাঈম শেখ ৩, শান্ত ৩, হৃদয় ৭, মিরাজ ৬, শামীম ০, নুরুল ২— কেউই টিকতে পারেননি। একমাত্র লড়েছেন ওপেনার সাইফ হাসান, ৫৪ বলে ৩ ছক্কা ও ২ চারে করেছেন ৪৩ রান।

২১ বছর বয়সী আফগান পেসার বেলাল সামি ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডেতেই বাজিমাত করেছেন— ৭.১ ওভারে ৩৩ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। রশিদ খান নিয়েছেন আরও ৩ উইকেট।

বাংলাদেশের ইনিংস থেমে যায় ২৭.১ ওভারে ৯৩ রানে। ফলে ২০০ রানের ব্যবধানে হেরে সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা বরণ করতে হয় টাইগারদের। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর