[email protected] বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
২৯ আশ্বিন ১৪৩২

হোয়াইটওয়াশ এড়াতে মিরাজদের সামনে বিশাল লক্ষ্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫ ১০:১০ পিএম

সংগৃহীত ছবি

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তান-বাংলাদেশ তৃতীয় ওয়ানডেতে যেন দেখা গেল এক ইনিংসে পুরো নাটকীয়তার সংমিশ্রণ—দুর্দান্ত সূচনা, ভয়াবহ ধস, আর শেষে মোহাম্মদ নবীর তাণ্ডব! সব মিলিয়ে ম্যাচটা রূপ নিল এক রোলার কোস্টার লড়াইয়ে।

দারুণ সূচনায় শুরু করে আফগানিস্তান। ওপেনার রহমানউল্লাহ গুরবাজ (৪২) ও ইব্রাহিম জাদরান (৯৫) গড়ে তোলেন ৯৯ রানের দারুণ জুটি। তাদের ব্যাটে দল যখন দাপট দেখাচ্ছে, তখনই হঠাৎ ম্যাচের মোড় ঘুরিয়ে দেন সাইফ হাসান। তার ঘূর্ণিতে মুহূর্তেই ভেঙে পড়ে আফগান ব্যাটিং লাইনআপ—মাত্র ১২ রানের ব্যবধানে ৪ উইকেট হারায় তারা।

বাংলাদেশের বোলাররা এ সময় দারুণ ছন্দে ছিলেন। তানভির ইসলাম, মেহেদি হাসান মিরাজ ও হাসান মাহমুদ একে একে উইকেট তুলে নেন। কিন্তু শেষটা রাঙালেন মোহাম্মদ নবী, পুরোপুরি নিজের মতো করে।

৪৯তম ওভারে ইনজুরির কারণে নাহিদ রানা মাঠ ছাড়লে সেই সুযোগটাই কাজে লাগান নবী। শেষ ১০ বলে ৪ ছক্কা ও ৩ চারে রীতিমতো ঝড় তোলেন তিনি। মাত্র ৬২ রানের বিধ্বংসী ইনিংস খেলেই ম্যাচের রঙ পাল্টে দেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।

শেষ পর্যন্ত আফগানিস্তানের ইনিংস থামে ২৯৩ রানে ৯ উইকেটে। অথচ এক পর্যায়ে মনে হচ্ছিল, ২৫০ রানও টপকানো কঠিন হবে!

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন সাইফ হাসান—৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৩ উইকেট। তানভির ইসলাম নিয়েছেন ২টি, মিরাজ পেয়েছেন ১টি উইকেট।

ইনিংস বিরতিতে গুরবাজ জানান, “উইকেট সহজ নয় ব্যাটিংয়ের জন্য, তবে নবীর ঝড়ো ইনিংস আমাদের আত্মবিশ্বাস দিয়েছে। এই রানটা আমাদের জন্য ‘অ্যাবাভ পার’।’’

এখন দেখার বিষয়, নবীর সেই তাণ্ডবের জবাব দিতে পারেন কি না মিরাজরা। না কি শেষ ম্যাচেও হোয়াইটওয়াশের লজ্জা নিয়েই দেশে ফিরতে হবে টাইগারদের? 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর