এশিয়ান কাপ বাছাইপর্বে এক সপ্তাহ আগেই ঢাকায় শেষ মুহূর্তে হংকংয়ের কাছে হারের কষ্ট পেয়েছিল বাংলাদেশ।
তবে মঙ্গলবার (১৪ অক্টোবর) কাই তাক স্পোর্টস পার্কে অনুষ্ঠিত ফিরতি লেগে সেই হতাশা কিছুটা হলেও পুষিয়ে নিয়েছে লাল-সবুজেরা। রাকিব হোসেনের শেষ মুহূর্তের গোল বাংলাদেশকে এনে দিয়েছে মূল্যবান এক পয়েন্ট। ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলের ড্রয়ে।
প্রথমার্ধে নিজেদের ছন্দ খুঁজে পেতে হিমশিম খেয়েছে হাভিয়ের ক্যাবরেরা শিষ্যরা। মাঝমাঠে নিয়ন্ত্রণ হারানো ও রক্ষণে বারবার ভুলে বিপদে পড়ে দলটি। অবশেষে ৩৪তম মিনিটে সেই ভুলেরই শাস্তি পায় বাংলাদেশ। ডিফেন্ডার তারিক কাজী বক্সের ভেতরে বল ক্লিয়ার করতে গিয়ে হোঁচট খান এবং ফের্নান্দো পেরেইরাকে ফাউল করেন। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে নিখুঁত শটে ম্যাট অর গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন (১-০)।
দ্বিতীয়ার্ধে মাঠে ফেরার পর এক নতুন রূপে দেখা যায় বাংলাদেশকে। মাঝমাঠে হামজা ও সামিত সোম খেলার গতি ফেরান, উইং থেকে সাদ উদ্দিন ও ফয়সাল ফাহিমের দৌড়ঝাঁপে চাঙা হয়ে ওঠে আক্রমণভাগ। ৬৪তম মিনিটে কোচ ক্যাবরেরা আক্রমণাত্মক পরিবর্তন আনেন—জামাল ভূঁইয়া ও ফাহামিদুল ইসলাম নামিয়ে আরও গতি তোলেন খেলায়। ৭৩তম মিনিটে সাদ উদ্দিনের ক্রসে গোলের একেবারে সামনে সুযোগ পেয়েও ফাহামিদুল জালে বল জড়াতে ব্যর্থ হন।
৭৬তম মিনিটে ম্যাচের গতি বদলে যায়। হংকং ডিফেন্ডার ওলিভার বেনজামিন বাজেভাবে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। সংখ্যায় এগিয়ে গিয়ে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ।
অবশেষে ৮৪তম মিনিটে আসে সমতার গোল। বাম দিক থেকে ফয়সাল ফাহিমের ক্রসে ফাহামিদুলের হেড প্রতিহত হয়ে ফিরে আসে রাকিব হোসেনের সামনে। সুযোগটি হাতছাড়া না করে জোরালো শটে জাল খুঁজে পান তিনি। তার গোলে ১-১ সমতায় ফেরে ম্যাচ, আর বাংলাদেশ পায় মূল্যবান একটি ড্র।
শেষ দিকে আরও কয়েকটি সুযোগ পেলেও ফিনিশিংয়ের ঘাটতিতে জয় ধরা দেয়নি।
গ্রুপ ‘সি’-তে এই ড্রয়ের পরও দুই পয়েন্ট নিয়ে তলানিতে রয়েছে বাংলাদেশ। তবে রাকিবদের এই লড়াকু পারফরম্যান্সে বাছাইপর্বে টিকে থাকার ক্ষীণ আশা এখনো জিইয়ে আছে।
এসআর
মন্তব্য করুন: