[email protected] বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
২৯ আশ্বিন ১৪৩২

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫ ৬:০৭ পিএম

সংগৃহীত ছবি

হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে লড়ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আজ আফগানিস্তানের মুখোমুখি হয়েছে টাইগাররা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) টসে হেরে প্রথমে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ।
বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে টি-স্পোর্টস ও নাগরিক টিভি।

সিরিজ হার, এখন লক্ষ্য মর্যাদা রক্ষা

প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে ৮১ রানে হেরে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ হার নিশ্চিত করেছে বাংলাদেশ।
দ্বিতীয় ম্যাচে বোলাররা দারুণ পারফরম্যান্স করলেও ব্যাটিং ব্যর্থতাই হার ডেকে আনে।

তবে শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়াতে দৃঢ় প্রতিজ্ঞ টাইগাররা।
অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন,

“সিরিজ হার মেনে নেওয়া কঠিন। কিন্তু শেষ ম্যাচে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। ব্যাটারদের আরও দায়িত্ব নিতে হবে ও ইনিংস গড়তে হবে।”টি-টোয়েন্টির আত্মবিশ্বাসই এখন প্রেরণা

ওয়ানডে সিরিজে পিছিয়ে পড়লেও, ঠিক এর আগে তিন ম্যাচের

টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ।
৪, ২ ও ৬ উইকেটের ব্যবধানে জয় পাওয়া সেই সাফল্যই এখন টাইগারদের আত্মবিশ্বাসের মূল উৎস।

মিরাজের নেতৃত্বে দল এখন মর্যাদা রক্ষার লড়াইয়ে, আর সমর্থকরা আশাবাদী—শেষ ম্যাচে জয় নিয়েই ঘরে ফিরবে বাংলাদেশ।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর