বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসর সামনে রেখে নতুন করে সাজানো হচ্ছে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম।
উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী এ ভেন্যুকে আন্তর্জাতিক মানে রূপ দিতে একাধিক সংস্কার ও আধুনিকায়ন প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রোববার সকালে স্টেডিয়ামের অবকাঠামো, খেলার উপযোগিতা ও সার্বিক সুযোগ-সুবিধা পরিদর্শন করেন বিসিবির তিন শীর্ষ কর্মকর্তা—ফ্যাসিলিটিস কমিটির চেয়ারম্যান শাহনিয়ান তানিম, পরিচালক (অডিট) মোখলেসুর রহমান শামীম এবং পরিচালক খালেদ মাসুদ পাইলট।
পরিদর্শন শেষে শাহনিয়ান তানিম সাংবাদিকদের বলেন,
“রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের প্রায় ৭০ শতাংশ কাজ ইতোমধ্যে বিপিএল আয়োজনের উপযোগী হয়ে গেছে। আগামী এক মাসের মধ্যে বাকি সংস্কারকাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। প্রতিবেদন জমা দেওয়ার পর জাতীয় ক্রীড়া পরিষদ ব্যয় ও সময়সূচি চূড়ান্ত করবে।”
বিসিবি কর্মকর্তারা জানান, স্টেডিয়ামে আধুনিক সম্প্রচার সুবিধাসহ একটি পূর্ণাঙ্গ অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে থাকছে—
এছাড়া দর্শক ও খেলোয়াড়দের সুবিধার্থে ২০টি মোবাইল টয়লেট, গ্যালারির টয়লেট সংস্কার, সার্কুলার রোড উন্নয়ন এবং পুরো স্টেডিয়াম রঙের আওতায় আনা হবে। খেলোয়াড়দের ড্রেসিংরুম নিচতলায় স্থানান্তর এবং ফ্লাডলাইট সংস্কারেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্প্রতি রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের সিরিজে দর্শকদের বিপুল উপস্থিতি রাজশাহীতে বিপিএল আয়োজনের দাবিকে আরও জোরালো করে তুলেছে।
এর আগে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্টেডিয়াম পরিদর্শন করে এর পিচ ও আউটফিল্ডের মানে সন্তোষ প্রকাশ করেছিলেন।
নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব নেওয়ার পর রাজশাহীতে বিপিএল আয়োজনের প্রতিশ্রুতি বাস্তবায়নে বিসিবি এখন দৃঢ়প্রতিজ্ঞ। কর্মকর্তারা মাঠ পরিদর্শনের পাশাপাশি খেলোয়াড়দের আবাসন, অনুশীলন মাঠ ও আনুষঙ্গিক সুবিধাও ঘুরে দেখেছেন।
এসআর
মন্তব্য করুন: