দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছেন ঋষভ পন্ত।
টেস্টে এটি তার ষষ্ট সেঞ্চুরি। ৬৭ রানে তিন উইকেট হারানোর পর চতুর্থ উইকেট জুটিতে ১৬৭ রান করেন পন্ত–গিল।
৪ ছক্কা ও ১১ চারে ১২৪ বলে সেঞ্চরি পূর্ণ করে পন্ত।
মিরাজের বলে আউট হওয়া আগে করেন ১০৯ রানের ইনিংস। তার সেঞ্চরি ও গিলের অপরাজিত ৮৭ রানে ভারতের লিড সাড়ে চারশো ছাড়িয়েছে।
তাদের জুটিতে ৪৫২ রানের লিড পেয়েছে ভারত। দুইজনই ব্যাট করেছেন ওয়ান-ডে মেজাজে।
তৃতীয় দিনের খেলায় দ্বিতীয় সেশনে ব্যাট করছে ভারত। দুই ইনিংস মিলিয়ে ৪৬১ রানের লিড নিয়েছে তারা।
এসআর
মন্তব্য করুন: