তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে এগিয়ে গেছে আফগানিস্তান।
২২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭ বল হাতে রেখে জয়ের দেখা পায় সফরকারীরা।
রান তাড়ায় আফগানদের বড় কোনো চাপই নিতে হয়নি। তিনটি পঞ্চাশ ছাড়ানো জুটিই তাদের জয়কে সহজ করে দেয়।
ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান শুরুতে ৫২ রানের জুটি গড়েন। এরপর গুরবাজের সঙ্গে রহমত শাহ যোগ করেন আরও ৭৮ রান।
মাঝখানে দ্রুত দুই উইকেট হারালেও পঞ্চম উইকেটে আজমতউল্লাহ ওমরজাই ও হাশমতউল্লাহ শহীদির ৫৯ রানের জুটি দলকে জয়ের কাছাকাছি নিয়ে যায়। শেষ পর্যন্ত শহীদি অপরাজিত থাকেন ৩৩ রানে।
এই জয়ের মাধ্যমে তিন ম্যাচ সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল আফগানিস্তান। সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী শনিবার।
বাংলাদেশ: ৪৮.৫ ওভারে ২২১ (মিরাজ ৬০, হৃদয় ৫৬, সাইফ ২৬; রশিদ ৩/৩৮, ওমরজাই ৩/৪০, গজনফর ২/৫৫)।
আফগানিস্তান: ৪৭.১ ওভারে ২২৬/৫ (গুরবাজ ৫০, রহমত ৫০, ওমরজাই ৪০, শহীদি ৩৩*, জাদরান ২৩; তানজিম ৩/৩১)।
ফল: আফগানিস্তান ৫ উইকেটে জয়ী।
এসআর
মন্তব্য করুন: