[email protected] বৃহঃস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
২৩ আশ্বিন ১৪৩২

হংকং এর বিপক্ষেও দেখা না যেতে পারে জামালকে

কাবরেরার দলে আস্থা না সংশয়? এশিয়ান কাপ বাছাইয়ে কাল হংকংয়ের মুখোমুখি বাংলাদেশ

এম. এ. রনী

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৫ ১০:১৮ পিএম

হামজা-সোমদের জয়গান চারপাশে, কিন্তু কোচ হ্যাভিয়ের কাবরেরা রয়েছেন নীরব ও সতর্ক—জনমনে প্রশ্ন, বদলে যাওয়া এই দলে তিনি কি সত্যিই যোগ্য?

এশিয়ান কাপ বাছাইপর্বে আগামীকাল বৃহস্পতিবার (০৯ অক্টোবর) নিজেদের মাঠে গুরুত্বপূর্ণ এক ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও হংকং (চায়না)। দেশের ফুটবলপ্রেমীরা এখন একটাই সুরে বলছেন—“জয় চাই, জয়ই একমাত্র লক্ষ্য।”

তবে এই উত্তাপের মাঝেই কিছুটা নিস্তব্ধতায় আছেন জাতীয় দলের কোচ হ্যাভিয়ের কাবরেরা। সাংবাদিকদের এক প্রশ্নে তিনি স্পষ্ট করে জয় বা প্রত্যাশা নিয়ে কিছু বলেননি। বরং স্বাভাবিক ভঙ্গিতে বলেছেন, “আমরা প্রস্তুত, খেলোয়াড়রা নিজেদের সর্বোচ্চটা দিতে মুখিয়ে আছে।”

এশিয়ান কাপ বাছাইয়ের এই ম্যাচের জন্য কাবরেরা ২৮ জনকে প্রাথমিক স্কোয়াডে রেখেছেন। এই দলে নতুন মুখ হিসেবে প্রথমবার সুযোগ পেয়েছেন যুক্তরাষ্ট্রভিত্তিক তরুণ ফুটবলার জায়ান আহমেদ (Zayan Ahmed)। দলের মূল ভরসা থাকছেন হামজা, সোম, তৌহিদুল, ও ফয়সালরা।

তবে প্রস্তুতিতে কিছুটা ব্যাঘাত ঘটেছে। দেশের শীর্ষ ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব অনুশীলনের প্রথম দিকে তাদের খেলোয়াড়দের ছাড় দেয়নি, ফলে ক্যাম্প শুরু হয় অসম্পূর্ণ অবস্থায়। কাবরেরা নিজেই বলেছেন, “আমরা পরিকল্পনা মতো কাজ করছি, তবে সময়টা খুব কম।” কাবরেরার এই সতর্ক অবস্থানকে অনেকেই ব্যাখ্যা করছেন আস্থার ঘাটতি হিসেবে।

ফুটবল সমর্থকদের মধ্যে এখন প্রশ্ন ঘুরছে—এই বদলে যাওয়া দলে কি সত্যিই জয়ের মানসিকতা তৈরি হয়েছে?

যদিও কাবরেরা পরে জানিয়েছেন, তিনি “দলের সক্ষমতায় সম্পূর্ণ বিশ্বাসী” এবং “৩ পয়েন্ট অর্জনের জন্য মাঠে নামবে বাংলাদেশ”—এমন কথাই বলেন স্প্যানিশ এই কোচ। তবুও, সরাসরি আত্মবিশ্বাসী ঘোষণা না দেওয়ায় সামাজিক মাধ্যমে সমালোচনা থামছে না।

যোগ্যতার প্রশ্নে কাবরেরা। বাংলাদেশের ফুটবলে কোচ হ্যাভিয়ের কাবরেরা একধরনের নতুন ধারার পরিকল্পনা নিয়ে এসেছেন—নতুন খেলোয়াড়দের সুযোগ, ফিটনেসে জোর, ছোট পাস ও পজিশনাল ফুটবলে গুরুত্ব দিচ্ছেন তিনি।

তবে বাস্তবতা হচ্ছে—প্রতিটি ম্যাচেই চাপ, ইনজুরি, এবং মাঠের বাইরে নানা সীমাবদ্ধতার মুখে পড়ছে দল।ফলে সমর্থকদের আশা আর বাস্তবতার মাঝখানে তৈরি হচ্ছে এক ধোঁয়াশা। কেউ বলছেন, কাবরেরা সময়ের আগেই বিচারাধীন; আবার কেউ মনে করছেন, এখনই বদল দরকার।

ঢাকা জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। প্রতিপক্ষ হংকং র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও বাংলাদেশের সমর্থকদের বিশ্বাস—ঘরের মাঠের আবেগ ও লড়াকু মানসিকতা ফল দেবে।

বাংলাদেশের ফুটবল এখন এক মোড়ের সামনে। জয়ের আশায় হামজা-সোমদের মাঠে দেখা যাবে সর্বোচ্চ চেষ্টা করতে। কিন্তু কোচ হ্যাভিয়ের কাবরেরার কৌশল ও মানসিক প্রস্তুতি কালই বলে দেবে—তিনি আসলেই এই বদলে যাওয়া দলের যোগ্য নাকি শুধুই বিতর্কের কেন্দ্রবিন্দু।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর