[email protected] বৃহঃস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
২৩ আশ্বিন ১৪৩২

তাওহীদ আউট হতেই ব্যাটিংয়ে ছন্দপতন বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৫ ১০:০৪ পিএম

সংগৃহীত ছবি

চলছিল তাওহীদ হৃদয় ও মেহেদি হাসান মিরাজের দায়িত্বশীল জুটি।

একের পর এক নির্ভরযোগ্য শটে ঘুরে দাঁড়াচ্ছিল বাংলাদেশ। কিন্তু এক মিস ফিল্ডিংয়ে রান আউট হয়ে তাওহীদের বিদায়ের সঙ্গে সঙ্গেই ছন্দ হারায় পুরো দল।

৫৩ রানে ৩ উইকেট হারানোর পর দলের হাল ধরেন তাওহীদ হৃদয় ও মেহেদি হাসান মিরাজ। চতুর্থ উইকেটে তারা ১৪২ বলে ১০১ রানের জুটি গড়ে ম্যাচে বাংলাদেশকে ফিরিয়ে আনেন।

৩৫.১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৫৪ রান। সেখান থেকেই শুরু হয় পতনের ধারা—পরের ৯ ওভারে (৫৪ বলে) মাত্র ৪১ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় টাইগাররা।

মেহেদি হাসান মিরাজের সঙ্গে ভুল বোঝাবুঝির জেরে রানআউট হন তাওহীদ হৃদয়। ৮৫ বল খেলে ১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে তিনি করেন ৫৬ রান।

তাওহীদের আউটের পরপরই রশিদ খানের গুগলিতে এলবিডব্লিউ হন মিরাজ, এরপর বেশিক্ষণ টিকতে পারেননি জাকের আলি অনিক ও নুরুল হাসান সোহান।
রশিদ খান তার ১০ ওভারে মাত্র ৩৮ রান খরচে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের মিডল অর্ডার গুঁড়িয়ে দেন।

মিরাজ ৮৭ বলে ১টি চার ও ১টি ছক্কায় করেন ৬০ রান। জাকের আলি অনিক ১৬ বলে ১০ এবং নুরুল হাসান সোহান ১৪ বলে ৭ রান করে ফেরেন।

বুধবার (৮ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে তাওহীদের রানআউটের পর থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ হারায় টাইগাররা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর