[email protected] বুধবার, ৮ অক্টোবর ২০২৫
২৩ আশ্বিন ১৪৩২

ব্যর্থ তামিম-শান্ত, বিপদে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৫ ৮:২৬ পিএম

সংগৃহীত ছবি

ব্যাটিংয়ে ভালো শুরু পায়নি বাংলাদেশ।

১২ ওভারের মধ্যেই টপ অর্ডারের তিন ব্যাটার ফিরে যাওয়ায় শুরুতেই চাপে পড়েছে দল।

ইনিংসের শুরুতে ওপেনার তানজিদ তামিম ও সাইফ হাসান মিলে ইনিংস গড়ার চেষ্টা করলেও সফল হতে পারেননি তামিম। চতুর্থ ওভারে আজমতউল্লাহ ওমরজাইয়ের অফ স্টাম্পের বাইরের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাকে। ১০ বল খেলে ১০ রান করেন এই ওপেনার।

তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্তও ব্যর্থতার পরিচয় দেন। ষষ্ঠ ওভারের প্রথম বলেই আজমতউল্লাহর ডেলিভারিতে ড্রাইভ করতে গিয়ে মিড-অফে ক্যাচ দেন তিনি। সাজঘরে ফেরার আগে ৫ বলে করেন মাত্র ২ রান।

২৫ রানে ২ উইকেট হারানোর পর দলের হাল ধরেন তাওহিদ হৃদয় ও সাইফ হাসান। অভিষেকে শুরুটা ভালো করলেও সাইফ ইনিংস বড় করতে পারেননি। পাওয়ার প্লে শেষের পর বড় শট খেলতে গিয়ে সীমানার কাছে ক্যাচ দেন তিনি। ফেরার আগে ৩৭ বলে ২৬ রান করেন এই ওপেনার।

১৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৫৫ রান, তাতে ম্যাচের শুরুতেই চাপে পড়ে টাইগাররা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর