[email protected] বুধবার, ৮ অক্টোবর ২০২৫
২৩ আশ্বিন ১৪৩২

‘আমি মনে করি না এটা কোনো নির্বাচন ছিল’ — বিসিবি নির্বাচন নিয়ে তামিম ইকবাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৫ ৩:৫৬ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ঘিরে আবারও আলোচনায় এসেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

নির্বাচনের ফলাফলকে তিনি স্বচ্ছ ও গ্রহণযোগ্য মনে করছেন না। বুধবার (৮ অক্টোবর) নির্বাচন বয়কট করা ক্লাবগুলোর আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, “আমি মনে করি না এটা কোনো নির্বাচন ছিল।”

তামিম বলেন, “একটা ছোট উদাহরণ দিই—আমি যখন ই-ভোটিংয়ের জন্য আবেদন করি, বিভিন্ন গণমাধ্যমে দেখা যায় আমি নাকি ভোট দিয়েছি। এটা ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। পরে বিষয়টি দেখে আমি ফেসবুকে স্ট্যাটাস দিই এবং নির্বাচন কমিশনকে ই-মেইল করি। গতকাল তাদের উত্তর পেয়েছি—তারা জানিয়েছে, আমার কোনো ই-ভোট কাস্ট হয়নি।”

সংবাদ সম্মেলনে তিনি ক্লাব সংগঠকদের উদ্দেশে বলেন, ভবিষ্যতে যেন কেউ নিজের অবস্থান বদলে না ফেলেন।
তামিমের ভাষায়, “সমঝোতার প্রস্তাবে আমরা একমত ছিলাম না বলেই নির্বাচন থেকে সরে এসেছি। যারা এতে থেকেছেন, তারা নিজেদের মতো সিদ্ধান্ত নিয়েছেন—এ নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই। তবে আজ যে অবস্থান আপনারা নিয়েছেন, সেটাই ধরে রাখবেন। পরে যেন কেউ অবস্থান বদলে আমাদের সঙ্গে এসে বসে না পড়েন।”

নিজের জনপ্রিয়তা ও ক্রিকেট সংশ্লিষ্টতার প্রতি আস্থা প্রকাশ করে তামিম বলেন, “আমি যদি ব্যক্তিগতভাবে প্রার্থী হতাম, তবুও সহজেই জিততাম—এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। কারণ, আমি বিশ্বাস করি আমরা সবাই ক্রিকেটের স্বার্থে কাজ করছি।”

বিসিবির নির্বাচন ঘিরে একাধিক ক্লাব অনিয়মের অভিযোগ এনে ভোট বয়কট করে। তামিম ইকবালও সেই অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে নির্বাচনী প্রক্রিয়া থেকে সরে দাঁড়ান।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর