২৭ ক্যাটাগরিতে সেরা প্রতিবেদন বাছাই, পুরস্কার বিতরণ হবে আগামী মাসে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড–২০২৫ স্পন্সর করছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’।
বুধবার (৮ অক্টোবর) ডিআরইউ ভবনের শফিকুল কবীর মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যৌথভাবে এই ঘোষণা দেয় নগদ ও ডিআরইউ।
এ বছর পুরস্কারের নামকরণ করা হয়েছে ‘নগদ–ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড–২০২৫’। প্রিন্ট–অনলাইন এবং টেলিভিশন–রেডিও—এই দুই বিভাগে ২৫টি বিষয়ভিত্তিক ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি সব মাধ্যমের জন্য উন্মুক্ত আরও দুটি বিশেষ পুরস্কারসহ মোট ২৭টি সেরা প্রতিবেদন বাছাই করা হবে।
দেশের ১০ জন জ্যেষ্ঠ সাংবাদিক জমা পড়া প্রতিবেদন যাচাই-বাছাই করে বর্ষসেরা রিপোর্ট নির্বাচন করবেন। সংগঠনের সদস্যরা ২০২৪ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর সময়কালের মধ্যে প্রকাশিত বা প্রচারিত প্রতিবেদন জমা দিতে পারবেন। ৮ অক্টোবর থেকে রিপোর্ট গ্রহণ শুরু হয়েছে, যা চলবে ১৭ অক্টোবর পর্যন্ত।
সংবাদ সম্মেলনে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, “সাংবাদিকদের কাজকে সম্মানিত করার এই আয়োজন সাংবাদিকতার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জন্মলগ্ন থেকেই ডিআরইউ এই ঐতিহ্য ধরে রেখেছে।”
ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, “এবারের আয়োজনে আমাদের অংশীদার ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। স্বল্প সময়েই উদ্ভাবনী সেবার মাধ্যমে দেশের ডিজিটাল লেনদেন খাতে প্রতিষ্ঠানটি বড় জায়গা করে নিয়েছে।” তিনি জানান, আগামী এক মাসের মধ্যেই জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
নগদের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) সাইমন ইমরান হায়দার বলেন, “সাংবাদিকদের কাজের মাধ্যমেই সমাজে ইতিবাচক পরিবর্তন আসে। তাই আমরা এই উদ্যোগের অংশ হতে পেরে গর্বিত। এর মাধ্যমে আমরা সাংবাদিকদের আরও ভালো প্রতিবেদন তৈরিতে উৎসাহিত করতে চাই।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নগদের হেড অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস মুহাম্মদ জাহিদুল ইসলাম, ডিআরইউর সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন ও সদস্যরা।
এর আগেও ‘নগদ’ ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যুক্ত ছিল।
এসআর
মন্তব্য করুন: