বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
তফসিল অনুযায়ী, ভোটগ্রহণ শেষে সঙ্গে সঙ্গেই গণনা শুরু হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, পরিচালক পদে বিজয়ীদের নাম ঘোষণা করা হতে পারে সন্ধ্যা ৬টার মধ্যে। এরপর রাত সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে সভাপতি ও সহসভাপতি পদে নির্বাচন।
যদিও কয়েকজন হেভিওয়েট প্রার্থী ভোট বয়কটের ঘোষণা দিয়েছিলেন, তবুও সামগ্রিকভাবে স্বতঃস্ফূর্ত পরিবেশেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে ৪৩ জন এবং সি ক্যাটাগরি থেকে ৪৪ জন ভোট দেন।
ভোট গণনা শেষে রাতেই নতুন নির্বাচিত পরিচালনা পর্ষদের আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানা গেছে।
এসআর
মন্তব্য করুন: