ভারতের ওয়ানডে ক্রিকেটে বড় পরিবর্তন এসেছে।
অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে রোহিত শর্মাকে, আর তার জায়গায় নেতৃত্বের ভার তুলে দেওয়া হয়েছে তরুণ ব্যাটার শুভমান গিলের হাতে।
শনিবার (৪ অক্টোবর) অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণার সময় প্রধান নির্বাচক অজিত আগারকার এই সিদ্ধান্তের ঘোষণা দেন। আগামী ১৯ অক্টোবর পার্থে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, যেখানে প্রথমবারের মতো ভারতের ওয়ানডে দলের নেতৃত্ব দেবেন ২৬ বছর বয়সী গিল।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র অনুযায়ী, ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবেই এই পরিবর্তন আনা হয়েছে। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে (যা অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায়) দলকে নেতৃত্ব দেবেন শুভমান গিল—এই লক্ষ্য নিয়েই আগাচ্ছে বোর্ড।
বর্তমানে গিল দুই ফরম্যাটে—টেস্ট ও ওয়ানডেতে—অধিনায়কত্বের দায়িত্বে আছেন। আর টি-টোয়েন্টি ফরম্যাটে তিনি সহ-অধিনায়ক। এর আগে এ বছরের শুরুতে রোহিত শর্মার টেস্ট থেকে অবসরের পর গিলকে সেই ফরম্যাটের অধিনায়ক করা হয়েছিল। এবার ওয়ানডেতেও তার ওপরই আস্থা রাখছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
দল নির্বাচনের আগে প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন নির্বাচক কমিটি। অন্যদিকে রোহিত শর্মা অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতিতে মনোযোগী ছিলেন। মুম্বাইয়ে সাবেক সহকারী কোচ অভিষেক নায়ারের সঙ্গে অনুশীলন করে নিজেকে ফিট রাখতে কাজ করেছেন তিনি। সাম্প্রতিক ছবিতে দেখা গেছে, রোহিত আরও হালকা ও চনমনে হয়ে উঠেছেন।
অস্ট্রেলিয়া সফরে গিলের সহ-অধিনায়ক থাকবেন মুম্বাইয়ের ব্যাটার শ্রেয়াস আইয়ার, যিনি আইপিএলে দারুণ নেতৃত্ব দিয়ে নির্বাচকদের আস্থা অর্জন করেছেন।
দলে রয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলিও। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জয়ের পর এটাই তাদের জাতীয় দলে প্রত্যাবর্তন। ফলে অভিজ্ঞতা ও তারুণ্যের এক মিশ্রণ নিয়েই নামছে ভারত।
রোহিত শর্মা ২০২১ সালের ডিসেম্বরে বিরাট কোহলির কাছ থেকে ভারতের ওয়ানডে অধিনায়কত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে ৫৬ ম্যাচে ভারত জয় পেয়েছে ৪২টিতে, হেরেছে মাত্র ১২টিতে—জয়ের হার ৭৫ শতাংশ, যা তাকে ভারতের ইতিহাসে অন্যতম সফল অধিনায়কদের একজন করে তুলেছে।
তার অধীনে ভারত জিতেছে ২০২৩ সালের এশিয়া কাপ, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি, পাশাপাশি খেলেছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ফাইনাল হারের স্মৃতি এখনো তাজা।
যদিও রোহিত শর্মা খেলা চালিয়ে যাবেন, তবে বোর্ড স্পষ্ট করেছে—ভারতের ভবিষ্যৎ এখন শুভমান গিলের হাতে। এই সিদ্ধান্তের মাধ্যমে ভারতীয় ক্রিকেটে এক নতুন অধ্যায়ের সূচনা ঘটল।
এসআর
মন্তব্য করুন: