[email protected] শনিবার, ৪ অক্টোবর ২০২৫
১৮ আশ্বিন ১৪৩২

আবারো ত্রানকর্তার ভূমিকায় সোহান, ম্যাচ সেরা শরিফুল

আফগানিস্তানের বিপক্ষে রুদ্ধশ্বাস টানা ২য় জয়ে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৫ ১:০৩ এএম

টানা দ্বিতীয় দিনের মতো আবারও রোমাঞ্চ ছড়ানো লড়াইয়ে আফগানিস্তানকে পরাস্ত করে এক ম্যাচ বাকি থাকতে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। শারজাহতে শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের ২ উইকেটে হারিয়ে ট্রফি নিজেদের করে নেয় সাকিববিহীন দলটি।

১৪৮ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। আগের দিনের বিধ্বংসী জুটি ভাঙেন আজমাতউল্লাহ ওমারজাই, ফেরান তানজিদ হাসান ও পারভেজ হোসেনকে। তিনে নেমে আক্রমণাত্মক ব্যাটিংয়ে সাইফ হাসান দুই ছক্কা ও এক চারে ১৮ রান তুললেও তাকে থামান দলে ফেরা মুজিব-উর-রহমান। মাত্র ২৪ রানে পড়ে যায় তিন উইকেট।

সংকট কাটিয়ে চতুর্থ উইকেটে দলকে দাঁড় করান জাকের আলি ও শামীম হোসেন। দুজন মিলে ৩৭ বলে ৫৬ রানের জুটি গড়ে খেলায় ফেরান দলকে। চারটি করে চার-ছক্কায় জাকের করেন ২৫ বলে ৩২ রান, শামীম ফেরেন ২২ বলে ৩৩ করে। এরপর দ্রুত তিন উইকেট পড়ে আবার চাপ বাড়ে। নাসুম আহমেদ, সাইফ উদ্দিন ও রিশাদ হোসেনের বিদায়ে কিছুটা দোলাচল তৈরি হয় রানচেজে।

শেষদিকে ব্যাট হাতে দায়িত্ব নেন নুরুল হাসান সোহান। আগের ম্যাচের মতো এবারও তিনি সামনে থেকে দলকে টেনে নেন। ২১ বলে ৩৩ রানে অপরাজিত থাকা এই উইকেটকিপার ব্যাটার মারেন তিনটি ছক্কা। তাকে সঙ্গ দেন শরিফুল ইসলাম, যিনি নেমেই ৬ বলে অপরাজিত ১১ রান তুলে ম্যাচে গতি আনেন। শেষ ওভারের প্রথম বলেই ওমারজাইকে চার মেরে জয় নিশ্চিত করেন শরিফুল।

এর আগে বল হাতে দারুণ বোলিং করেন তিনি। চার ওভারে মাত্র ১৩ রান দিয়ে তুলে নেন একটি উইকেট, ব্যাটিংয়ে অবদানে ম্যাচসেরার স্বীকৃতি পেয়ে যান এই পেসার। স্পিনার নাসুম নিয়েছেন দুইটি উইকেট, রিশাদের ঝুলিতে গেছে আরও দুইটি।

আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে তোলে ১৪৭ রান। ইব্রাহিম জাদরান ৩৮, গুরবাজ ৩০ এবং নাবি অপরাজিত ২০ রান করেন। শেষদিকে ওমারজাই অপরাজিত থাকেন ১৯ রানে।

বাংলাদেশ ১৯.১ ওভারে ম্যাচ শেষ করে ৮ উইকেট হারিয়ে পৌঁছে যায় ১৫০ রানে। আগের দিনের মতো আবারও শেষ মুহূর্তে স্নায়ুপরীক্ষার ম্যাচ জিতে নেয় লাল-সবুজ প্রতিনিধিরা। ওমারজাই নেন চারটি উইকেট, রাশিদ খান শিকার করেন দুইটি।

টানা দুই ম্যাচে উত্তেজনাপূর্ণ জয়ে সিরিজ এখন বাংলাদেশের দখলে। বাকি একমাত্র ম্যাচটি হবে আনুষ্ঠানিকতার, তবে ম্যাচের ছন্দ ধরে রাখাই এখন দলের মূল লক্ষ্য।

সংক্ষিপ্ত স্কোরকার্ড

আফগানিস্তান – ১৪৭/৫ (২০ ওভার)
ইব্রাহিম ৩৮, গুরবাজ ৩০, নাবি ২০*, ওমারজাই ১৯*
শরিফুল ১/১৩, নাসুম ২/২৫, রিশাদ ২/৪৫

বাংলাদেশ – ১৫০/৮ (১৯.১ ওভার)
জাকের ৩২, শামীম ৩৩, সোহান ৩৩*, শরিফুল ১১*
ওমারজাই ৪/২৩, রাশিদ ২/২৯, নুর আহমাদ ১/২১

ফলাফল: বাংলাদেশ জয়ী ২ উইকেটে
ম্যান অব দ্য ম্যাচ: শরিফুল ইসলাম

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর