১৪ বছর পর আবার ভারতে আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি।
সবশেষ ২০১১ সালে কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিলেন তিনি
ওই সফরে বাংলাদেশেও এসে নাইজেরিয়ার বিপক্ষে খেলেছিলেন ফুটবল মহাতারকা।
ব্যক্তিগত সফরে আগামী ডিসেম্বরে ভারতে আসার খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন ৩৮ বছর বয়সী মেসি।
বৃহস্পতিবার (২ অক্টোবর) তিনি লিখেছেন, “এই ডিসেম্বরে ভারতের মতো সুন্দর দেশে আসতে পেরে আমি রোমাঞ্চিত। কলকাতা, মুম্বাই, নয়া দিল্লি এবং সম্ভবত আরও একটি শহরে কনসার্ট, যুব ফুটবল ক্লিনিক, প্যাডেল কাপ এবং দাতব্য উদ্যোগে অংশ নেওয়ার অপেক্ষায় আছি।”
আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইন্টার মায়ামি ফরোয়ার্ড আরও বলেন, “এই ইভেন্টগুলোর টিকিট শুধুমাত্র জেলা অ্যাপে পাওয়া যাবে। ভারতের শীর্ষ ব্যক্তিত্ব ও তারকাদের সঙ্গে দেখা করার সুযোগও আমার জন্য বিশেষ সম্মানের।”
আগামী ১২ ডিসেম্বর কলকাতা সফর দিয়ে শুরু করবেন মেসি। এরপর তিনি আহমেদাবাদ, মুম্বাই ও দিল্লি সফর করবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
এসআর
মন্তব্য করুন: