[email protected] শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
১৭ আশ্বিন ১৪৩২

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ অক্টোবর ২০২৫ ১০:০০ পিএম

নারী ওয়ানডে বিশ্বকাপে স্বপ্নের মতো সূচনা করেছে বাংলাদেশ। কলম্বোতে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেট আর ১১৩ বল হাতে রেখে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

নারী ওয়ানডে বিশ্বকাপে স্বপ্নের মতো সূচনা করেছে বাংলাদেশ। কলম্বোতে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেট আর ১১৩ বল হাতে রেখে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল

প্রথমে বল হাতে নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। স্বর্ণা, মারুফাদের ধারালো বোলিংয়ে মাত্র ১২৯ রানে গুটিয়ে যায় পাকিস্তান। সহজ লক্ষ্য পেয়ে ব্যাট হাতে আত্মবিশ্বাসী শুরু করে বাংলাদেশ।

রান তাড়ায় শুরুতেই ফারজানা হক (২) দ্রুত ফিরে গেলেও ব্যাটিংয়ের হাল ধরেন রুবাইয়া হায়দার।

শারমিন আক্তার ৩০ বলে ১০ রান করে আউট হলে চাপে পড়ে দল। তবে রুবাইয়া একপ্রান্ত আগলে রেখে নিগার সুলতানার সঙ্গে ৬২ এবং সোবহানা মোস্তারির সঙ্গে ৩৪ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান।

ক্যাপ্টেন নিগার করেন ২৩ রান, সোবহানা অপরাজিত থাকেন ১৯ বলে ২৪ রানে। আর হাফসেঞ্চুরি করে ম্যাচের নায়ক হয়ে ওঠেন রুবাইয়া হায়দার—৭৭ বলে ৮ চার মেরে ৫৪ রানে অপরাজিত থেকে দলকে নিশ্চিত জয় এনে দেন।

এই জয়ে দুর্দান্তভাবে বিশ্বকাপ যাত্রা শুরু করল বাংলাদেশ নারী ক্রিকেট দল। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর