কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নারী ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে দারুণ বোলিং প্রদর্শন করল বাংলাদেশ।
শক্তিশালী পাকিস্তানকে মাত্র ১২৯ রানে অলআউট করে টাইগ্রেসরা জানিয়ে দিল—এই টুর্নামেন্টে তাদের অবহেলা করার সুযোগ নেই।
পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। তবে ইনিংসের শুরুতেই তা উল্টো বুমেরাং হয়ে দাঁড়ায়। প্রথম ওভারেই মারুফা আক্তারের সুইং ও গতির জালে পড়ে শূন্য রানে সাজঘরে ফেরেন ওপেনার ওমাইমা সোহেল ও সিদরা আমিন। স্কোরবোর্ডে তখন পাকিস্তানের রান মাত্র ২।
তৃতীয় উইকেটে মুনেবা আলি ও রামিন শামিম ৪২ রানের জুটি গড়লেও তা বেশিক্ষণ টেকেনি। ১৩.৪ ওভারে দলীয় সংগ্রহ দাঁড়ায় ৪৭/৪। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান।
দলীয় সর্বোচ্চ ২৩ রান আসে রামিন শামিমের ব্যাট থেকে (৩৯ বলে ২ চার)। মুনেবা করেন ১৭। এছাড়া আলিয়া রিয়াজ (১৩), সিদরা নওয়াজ (১৫) ও অধিনায়ক ফাতিমা সানা (২২) কিছুটা লড়াই করলেও তা ম্যাচ বাঁচানোর জন্য যথেষ্ট ছিল না। শেষদিকে ডায়ানা বেগের ১৬ রানের ইনিংস পাকিস্তানকে টেনে নেয় ১২৯ রানে।
বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে আলো ছড়িয়েছেন তরুণ স্বর্ণা আক্তার। মাত্র ৩.৩ ওভারে ৫ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। সমান ২টি করে উইকেট নেন মারুফা আক্তার ও নাহিদা আক্তার। আর রাবেয়া খান, ফাহিমা খাতুন ও নিশিতা আক্তার নিশি শিকার করেন একটি করে উইকেট।
৩৮.৩ ওভারে পাকিস্তানকে ১২৯ রানে গুটিয়ে দেওয়ার পর আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশ শিবির। এখন সবার দৃষ্টি রান তাড়ায় ব্যাটারদের দিকে—তারা কি একই ছন্দে জ্বলে উঠতে পারবেন?
এসআর
মন্তব্য করুন: