আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন।
বুধবার (১ অক্টোবর) ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। দুপুর ১২টা পর্যন্ত সময়সীমা শেষ হওয়ার আগে মোট ১৬ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন, তাদের মধ্যে রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও।
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার মনোনীত মীর হেলাল উদ্দিনও প্রার্থিতা প্রত্যাহার করায় চট্টগ্রাম বিভাগের কোটায় এখন বৈধ প্রার্থী আছেন দুইজন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর আসিফ আকবর এবং চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর আহসান ইকবাল চৌধুরী। এ ছাড়া আর কোনো প্রার্থী না থাকায় দুজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হচ্ছেন।
উল্লেখ্য, গত তিন মেয়াদে এই কোটায় পরিচালক ছিলেন আকরাম খান ও আজম নাসির।
এদিকে, শেষ দিনে প্রার্থিতা প্রত্যাহার করে আলোচনায় আসেন তামিম ইকবাল। তার সঙ্গে বিএনপিপন্থী ক্রীড়া সংগঠকদের অনেকে নির্বাচন থেকে সরে দাঁড়ান। এদের মধ্যে রয়েছেন সাঈদ ইব্রাহীম আহমেদ, ইসরাফিল খসরু, সৈয়দ বুরহান হোসেন, রফিকুল ইসলাম বাবু প্রমুখ হেভিওয়েট প্রার্থী।
ক্যাটাগরি ১
ক্যাটাগরি ২
ক্যাটাগরি ৩
এসআর
মন্তব্য করুন: