দেশের ক্রিকেট ইতিহাসের সেরা তারকাদের একজন সাকিব আল হাসান আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়ে উঠেছেন আলোচনার কেন্দ্রবিন্দু।
ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত সময় কাটালেও হঠাৎ মধ্যরাতে করা এক পোস্ট তাকে ঘিরে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই দেশের বাইরে অবস্থান করছেন সাকিব। জাতীয় দলে ফিরতে আগ্রহ প্রকাশ করলেও চলমান হত্যা মামলার জটিলতার কারণে তার প্রত্যাবর্তন আটকে আছে।
রোববার দিনে দেশত্যাগী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে করা পোস্ট নিয়েই শুরু হয় আলোচনা। কিন্তু রাতের অন্ধকারে সাকিব তার ভেরিফায়েড ফেসবুক পেজে আরও একটি পোস্ট করেন, যা ছিল অনেক বেশি ব্যক্তিগত ও রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ। সেখানে তিনি লেখেন—
“যাক, শেষমেষ কেউ একজন স্বীকার করে নিলেন যে আমার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না। ফিরবো হয়তো কোনো দিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ।”
তার এই কথাগুলোতে স্পষ্ট হয়েছে, দেশের বাইরে থেকেও জাতীয় দলের প্রতি টান এবং বাংলাদেশের হয়ে খেলতে না পারার কষ্ট তাকে ভেতর থেকে তাড়া করছে। ক্রিকেট বিশ্লেষক ও সমর্থকরা পোস্টটিকে রাজনৈতিক ইঙ্গিত এবং জাতীয় আবেগের এক মিশ্র বার্তা হিসেবে দেখছেন।
মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই পোস্টটি ভাইরাল হয়ে যায়। কেউ সাকিবের প্রতি সহমর্মিতা ও সমর্থন জানিয়েছেন, আবার কেউ তার বক্তব্যের পেছনের তাৎপর্য নিয়ে প্রশ্ন তুলেছেন। ফলে সাকিবের রহস্যময় বার্তা নতুন করে আলোচনার ঝড় তুলেছে ক্রিকেটপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে।
এসআর
মন্তব্য করুন: