৪১ বছর পর এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হলো চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।
প্রত্যাশিতভাবেই ম্যাচটি জমে উঠেছিল মহারণে। শেষ ওভার পর্যন্ত টানটান উত্তেজনায় ভরপুর এই লড়াইয়ে শেষ হাসি হেসেছে ভারত।
১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সুর্যকুমার যাদবের নেতৃত্বে দুর্দান্ত ব্যাটিং করে ভারত। ১৯.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে তারা। ফলে এশিয়া কাপ ২০২৫-এর শিরোপা জিতে নেয় মেন ইন ব্লু।
অপেক্ষার প্রহর ভেঙে ৪১ বছর পর ভারত-পাকিস্তান ফাইনাল ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে রইল রোমাঞ্চ, নাটকীয়তা আর আবেগে ভরপুর এক মহারণের মাধ্যমে।
এসআর
মন্তব্য করুন: