[email protected] সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
১৩ আশ্বিন ১৪৩২

এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের ঝড়ো সূচনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ৯:১৪ পিএম

সংগৃহীত ছবি

এশিয়া কাপের ১৭তম আসরের ফাইনালে দারুণ সূচনা করেছে পাকিস্তান।

ওপেনার শাহিবজাদা ফারহান ও ফখর জামান শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে ভারতীয় বোলারদের চাপে রেখেছেন। মাত্র ৮ ওভারে ৬৫ রানের জুটি গড়েন এই জুটি। ফারহান ৩৫ বলেই তুলে নেন অর্ধশতক।

রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে বহুল প্রতীক্ষিত ভারত–পাকিস্তান ফাইনাল। টস জিতে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তানকে আগে ব্যাটিংয়ে পাঠান।

এশিয়া কাপের ইতিহাসে এবারই প্রথম ফাইনালে মুখোমুখি হলো দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। তাই লড়াইয়ের আবহ যেমন উত্তপ্ত, তেমনি শিরোপা জয়ের স্বপ্ন নিয়েই মাঠে নেমেছে দুই দল।

ফাইনালের ইতিহাসে এগিয়ে পাকিস্তান

দুই দলের বড় টুর্নামেন্টের ফাইনালে রেকর্ডে এগিয়ে পাকিস্তান। এখন পর্যন্ত ১২ বার ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। এর মধ্যে ৮ বার জয় পাকিস্তানের, আর ৪ বার জয় ভারতের।

সবশেষ ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে দেখা হয়েছিল দুই দলের। সেই ম্যাচে ভারতকে ১৫০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছিল পাকিস্তান।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর