[email protected] রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
১৩ আশ্বিন ১৪৩২

এশিয়া কাপ ফাইনাল: পান্ডিয়া নেই, পাকিস্তান অপরিবর্তিত একাদশে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ৮:২৬ পিএম

সংগৃহীত ছবি

এশিয়া কাপের ফাইনালে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া দলের বাইরে রয়েছেন।

দলে ফিরেছেন রিঙ্কু সিং ও শিবম দুবে।

রোববার (২৮ সেপ্টেম্বর) ফাইনালের টসের সময় ভারত ও পাকিস্তান অধিনায়ক সূর্যকুমার যাদব ও আগা সালমান হাত মেলাননি। সূর্যকুমার যাদব টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন, এবং পাকিস্তান অধিনায়ক পাশে থেকে সরে যান।

আগের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে যে একাদশ নিয়ে খেলেছিল পাকিস্তান, আজ সেই একই একাদশই মাঠে নামছে।

অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিবম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী।

ফখর জামান, সাহেবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান আলি আগা (অধিনায়ক), হোসেন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর