[email protected] রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
১৩ আশ্বিন ১৪৩২

এশিয়া কাপ ফাইনাল: টস জিতে আগে ফিল্ডিং নিল ভারত, দেখে নিন দুই দলের একাদশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ৮:২০ পিএম

সংগৃহীত ছবি

এশিয়া কাপ মানেই উত্তেজনা, আর ফাইনালে যদি হয় ভারত বনাম পাকিস্তান—তাহলে সেটি রূপ নেয় ক্রিকেটের মহাযুদ্ধে।

৪১ বছর পর আবারও এই টুর্নামেন্টের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হলো দুই চিরপ্রতিদ্বন্দ্বী। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। অন্যদিকে পাকিস্তান অধিনায়ক সালমান আগা জানালেন, ব্যাট হাতে নিখুঁত এক ম্যাচ খেলতে চান তারা।

ভারতের একাদশ

অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিভম দুবে, ঋতুরাজ গায়কোয়াড়/রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী।

পাকিস্তানের একাদশ

সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আয়ুব, সালমান আগা (অধিনায়ক), হুসেইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নবী/নওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ।

অধিনায়কদের মন্তব্য

ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন,

“উইকেটটা ভালো দেখাচ্ছে। আলো জ্বলার পর ব্যাটিং আরও সহজ হবে। আমরা প্রথমে ব্যাট করে ভালো করেছি, তবে আজ রান তাড়া করাই লক্ষ্য।”

অন্যদিকে পাকিস্তান অধিনায়ক সালমান আগা আত্মবিশ্বাসী কণ্ঠে জানান,

“আমরা এখনও নিখুঁত ম্যাচ খেলতে পারিনি। আশা করি আজ সেটিই হবে। এই কন্ডিশনে খেলতে অভ্যস্ত আমরা।”

জমজমাট লড়াইয়ের আভাস

ভারত এরই মধ্যে টানা কয়েক ম্যাচে দুর্দান্ত ফর্মে আছে। অন্যদিকে পাকিস্তানও শিরোপা জয়ের স্বপ্নে নিজেদের সবটুকু ঢেলে দিতে প্রস্তুত। একপাশে অভিষেক শর্মার ব্যাটিং আক্রমণাত্মকতা, অন্যপাশে শাহীন আফ্রিদি ও হারিস রউফের পেস ঝড়—সব মিলিয়ে দুবাই আজ সাক্ষী হতে যাচ্ছে এশিয়ার সবচেয়ে বড় ক্রিকেটীয় লড়াইয়ের।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর