[email protected] শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
১২ আশ্বিন ১৪৩২

অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশীপ

২-২ সমতা শেষে টাইব্রেকারে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ৯:১৬ পিএম

রুদ্ধশ্বাস ফাইনালে শেষ হাসি ভারতের। কলম্বোর রেসকোর্স আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব–১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। নির্ধারিত ৯০ মিনিটে দুই দলই ২-২ গোলের সমতায় থাকলেও টাইব্রেকারে ৪-১ ব্যবধানে জয়ে চ্যাম্পিয়ন হয় ভারত।

ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ফুটবলে এগিয়ে যায় ভারত। মাত্র ৪ মিনিটে দাল্লালমুওন গাংতের গোল দলটিকে লিড এনে দেয়। এর পর বলের দখল ধরে রাখতে ও চাপ বজায় রাখতে থাকে ভারতীয় দল। তবে খেলার ধারার বিপরীতে গিয়ে ২৫ মিনিটে সমতায় ফেরে বাংলাদেশ। মহম্মদ আরিফের কর্নার থেকে হেডে গোল করেন মহম্মদ মানি।

গোল খাওয়ার পর বাংলাদেশের খেলোয়াড়রা প্রাণবন্ত ফুটবল উপহার দিলেও বিরতির আগে আবারও এগিয়ে যায় ভারত। ৩৮ মিনিটে আজলান শাহের গোলে ২-১ ব্যবধানে লিড নিয়ে হাফটাইমে যায় তারা।

সেমিফাইনালে নেপালকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে ভারত। অন্যদিকে পাকিস্তানকে ২-০ গোলে পরাজিত করে চূড়ান্ত লড়াইয়ে নামার সুযোগ পায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধ ছিল হাড্ডাহাড্ডি লড়াইয়ে ভরা। দুই দলই বেশ কিছু সুযোগ সৃষ্টি করলেও গোলের দেখা পায়নি কেউ। দুই গোলকিপারের দৃঢ়তা ম্যাচে ছিল উল্লেখযোগ্য। শেষ ২০ মিনিটে ভারতের খেলা হয়ে পড়ে কিছুটা অগোছালো, যার সুযোগ নেয় বাংলাদেশ। যোগ করা সময়ের সপ্তম মিনিটে (৯০+৭) ঈশান হাবিবের গোল ম্যাচে নাটকীয় সমতা ফেরায়।

শেষ পর্যন্ত ম্যাচের সিদ্ধান্ত গড়ায় টাইব্রেকারে। সেখানেই ৪-১ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ এবং ভারত জিতে নেয় শিরোপা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর