[email protected] শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
১২ আশ্বিন ১৪৩২

“তিয়ানইউ লিউফাং কাপ ২০২৫” (অ-১৭)

লিজিয়াংয়ের ফাইনালে লড়েও বাংলাদেশের হার, গোল্ডেন বুট তাহসানের

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ৫:২১ পিএম

চীনের লিজিয়াংয়ে অনুষ্ঠিত “তিয়ানইউ লিউফাং কাপ ২০২৫” (অ-১৭) আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বিএফএফ) একাডেমি দলের অনূর্ধ্ব-১৭ দল। ২০ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত আয়োজিত প্রতিযোগিতায় ৮টি দেশের মোট ১৬টি দল চারটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেয়।

শক্তিশালী প্রতিপক্ষদের বিপক্ষে ধারাবাহিক দাপুটে পারফরম্যান্স দেখিয়ে বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে বিএফএফ ফুটবল একাডেমি (অ-১৭) ফাইনালে উঠে আসে। ফাইনালে তাদের মুখোমুখি হয় চীনের শীর্ষ লিগের দল Wuhan U-17।

উত্তেজনাপূর্ণ ওই ম্যাচে লড়াইয়ে পরিপূর্ণ পারফরম্যান্স উপহার দিয়েও বাংলাদেশ দল ৩-০ গোল ব্যবধানে পরাজিত হয়। ফলে এবারের আসরে রানার্স-আপ হয়ে গৌরব অর্জন করে লাল-সবুজের কিশোররা। গোল না পেলেও পুরো ম্যাচে আধিপত্য বজায় রাখে বাংলাদেশ দল এবং একাধিক শট ক্রসবারে প্রতিহত হয়।

ব্যক্তিগত পারফরম্যান্সেও এসেছে বড় স্বীকৃতি। টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বিএফএফ একাডেমির ফুটবলার তাহসান খাঁ সর্বোচ্চ গোলদাতা হয়ে গোল্ডেন বুট অর্জন করেন। তার এই অর্জন দেশের বয়সভিত্তিক ফুটবলে এক অনন্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক সাফল্যের জন্য অনুপ্রেরণা জোগাবে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর