[email protected] শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
১২ আশ্বিন ১৪৩২

সুপার ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কাকে হারাল ভারত

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ৩:০০ এএম

সংগৃহীত ছবি

দুবাই: এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে রোমাঞ্চকর লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কাকে হারিয়েছে ভারত।

দুবাইয়ে ভারতের দেওয়া ২০৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা দারুণ শুরু করেছিল। মাত্র ১২ ওভারে ১ উইকেটে তুলেছিল ১৩৪ রান। হাতে ছিল ৯ উইকেট, প্রয়োজন মাত্র ৪৮ বলে ৬৯ রান। পাতুম নিশাঙ্কা ও কুশল পেরেরার ১২৭ রানের জুটি এশিয়া কাপ টি-টোয়েন্টির ইতিহাসে যেকোনো উইকেটে সর্বোচ্চ জুটি হয়ে ওঠে।

নিশাঙ্কার সেঞ্চুরিতে জয় প্রায় নিশ্চিত হলেও শেষ ওভারে ১২ রান তুলতে ব্যর্থ হয় শ্রীলঙ্কা। ফলে নির্ধারিত ২০ ওভারে দুই দলই করে সমান ২০২ রান, ম্যাচ গড়ায় সুপার ওভারে।

সুপার ওভারে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা মাত্র ২ রানে ২ উইকেট হারায় অর্শদীপ সিংয়ের দুর্দান্ত বোলিংয়ে। এরপর ভারতের ইনিংসে প্রথম বলেই ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে ৩ রান তুলে নেন সূর্যকুমার যাদব, যা ভারতের জয় নিশ্চিত করে।

নাটকীয় এই পরাজয়ে শ্রীলঙ্কার কোচ সনাৎ জয়াসুরিয়াকে দেখা যায় ড্রেসিংরুমের বাইরে মনমরা হয়ে বসে থাকতে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর