দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার রচিত হতে যাচ্ছে নতুন ইতিহাস।
চার দশকের দীর্ঘ এশিয়া কাপ ইতিহাসে এই প্রথমবার শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।
১৯৮৪ সালে সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছিল এশিয়া কাপের যাত্রা। প্রথম আসরে লিগ পদ্ধতিতে শিরোপা জেতে ভারত। এরপর দুই দল বহুবার ফাইনাল খেললেও কখনো একে অপরের বিপক্ষে শিরোপা লড়াই হয়নি। অবশেষে ২০২৫ সালের আসরে সেই মাহেন্দ্রক্ষণ চলে এলো।
ফাইনালের রেকর্ডে পাকিস্তানের নাম এসেছে পাঁচবার, তবে শিরোপা জিতেছে মাত্র দুইবার—২০০০ ও ২০১২ সালে। অন্যদিকে ভারত খেলেছে সর্বোচ্চ ১১ ফাইনাল এবং জিতেছে রেকর্ড আটবার। এবারের আসরেও ভারত অপরাজিত থেকে ফাইনালে উঠেছে। সুপার ফোরে তারা পাকিস্তান ও বাংলাদেশকে হারিয়েছে। অন্যদিকে ভারত ম্যাচে হারের পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে শ্রীলঙ্কা ও বাংলাদেশকে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে পাকিস্তান।
সব মিলিয়ে রোববারের ম্যাচ শুধু একটি ফাইনাল নয়, বরং এশীয় ক্রিকেটের ইতিহাসে এক অনন্য অধ্যায়। কোটি দর্শকের চোখ এখন দুবাইয়ে—কে উঠবে এশিয়ার সিংহাসনে, ভারত নাকি পাকিস্তান?
এসআর
মন্তব্য করুন: