এশিয়া কাপের সুপার ফোরে অলিখিত সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ।
শুরুতেই টপ অর্ডার ব্যাটারদের তুলে নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলেছেন টাইগার বোলাররা।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশের অধিনায়ক জাকের আলী অনিক। ইনিংসের শুরুতে পেসার তাসকিন আহমেদ দারুণ বোলিংয়ে প্রথম সাফল্য এনে দেন। শাহিবজাদাকে রিশাদের হাতে ক্যাচ করিয়ে ফিরিয়ে দেন তিনি।
এরপর ইনিংসের দ্বিতীয় ওভারেই আঘাত হানেন স্পিনার শেখ মেহেদী হাসান। তিন বল খেলে কোনো রান না করেই সাজঘরে ফেরেন সাইম আয়ুব।
এরপর ফখর জামান ও অধিনায়ক সালমান আগা ইনিংস গুছিয়ে নেওয়ার চেষ্টা করলেও রিশাদ হোসেনের ঘূর্ণিতে ফের ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। ব্যক্তিগত ১৩ রানে ফেরেন ফখর জামান এবং ৩ রান করে আউট হন হুসেন তালাত।
বাংলাদেশের বোলারদের শুরুর এই দাপটে পাওয়ারপ্লের মধ্যেই বিপর্যয়ে পড়েছে পাকিস্তান।
এসআর
মন্তব্য করুন: