এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে আজ অলিখিত সেমিফাইনালে মাঠে নেমেছে বাংলাদেশ।
টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
ভারতের বিপক্ষে আগের ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। বাদ পড়েছেন তানজিদ তামিম, নাসুম আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন। তাদের জায়গায় দলে ফিরেছেন তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান ও শেখ মেহেদি হাসান। তবে আজও একাদশে সুযোগ পাননি লিটন দাস।
বাংলাদেশ একাদশ
সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলি (অধিনায়ক), শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, মেহেদী হাসান, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
পাকিস্তান একাদশ
সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হুসেইন তালাত, মোহাম্মদ নাওয়াজ, সালমান আগা (অধিনায়ক), ফাহিম আশরাফ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), শাহিন আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।
এসআর
মন্তব্য করুন: