[email protected] শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
১০ আশ্বিন ১৪৩২

পাকিস্তানকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৭ ফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ৭:১৭ পিএম

সংগৃহীত ছবি

কলম্বোর সবুজ গ্যালারিতে বাজল লাল-সবুজের জয়ের সুর।

সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবলের সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ কিশোর দল। শুরু থেকেই দুর্দান্ত খেলে প্রতিপক্ষকে চেপে ধরে জয় নিশ্চিত করে তারা।

ম্যাচের মাত্র তৃতীয় মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। পাকিস্তানি গোলরক্ষকের মারাত্মক ভুলের সুযোগ নিয়ে অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল ঠাণ্ডা মাথায় বল জালে পাঠান। এক মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন ফরোয়ার্ড অপু। ডান দিক দিয়ে বক্সে ঢুকে অসাধারণ ড্রিবলিংয়ের পর কোনাকুনি শটে গোল করেন তিনি। মুহূর্তেই স্কোরলাইন দাঁড়ায় ২-০।

এরপর দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণ চালালেও আর গোল হয়নি। বাংলাদেশের রক্ষণভাগ ও গোলরক্ষকের দৃঢ়তায় পাকিস্তানের সব প্রচেষ্টা ব্যর্থ হয়। শেষ পর্যন্ত প্রথম দিকের দুই গোলেই ফাইনালের টিকিট নিশ্চিত করে লাল-সবুজের যুবারা।

গ্রুপ পর্বে টানা দুই জয় নিয়ে শক্তিশালী ভাবেই সেমিফাইনালে উঠেছিল পাকিস্তান। এমনকি গ্রুপের শেষ ম্যাচে ভারতকেও কঠিন লড়াই দিয়েছিল তারা। তবে সেমিফাইনালে এসে বাংলাদেশের সামনে দাঁড়াতে পারেনি।

এদিকে আজ রাতেই একই ভেন্যুতে নেপাল ও ভারতের মধ্যে হবে দ্বিতীয় সেমিফাইনাল। সেই ম্যাচের বিজয়ীর সঙ্গে আগামী ২৭ সেপ্টেম্বর শিরোপা নির্ধারণী লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর