দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ৪১ রানে হেরেছে বাংলাদেশ।
বল হাতে তুলনামূলক ভালো করলেও ব্যাটিং ব্যর্থতায় ফাইনালের পথে বড় ধাক্কা খেলো টাইগাররা। সাইফ হাসানের একার লড়াইও হার এড়াতে পারেনি দলকে।
আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৬৮ রান তোলে ভারত। জবাবে ১৯.৩ ওভারে ১২৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ফাইনালে যেতে হলে এখন পাকিস্তানকে হারানো ছাড়া বিকল্প নেই।
বাংলাদেশের হয়ে একমাত্র উজ্জ্বল ছিলেন সাইফ হাসান। তিনি ৪৬ বলে ৬৯ রান করে দলকে একশ পেরোতে সাহায্য করেন। ওপেনার তানজিদ হাসান তামিম ০ রানে ফিরলেও পারভেজ হোসেন ইমন ১৯ বলে ২১ রান করেন। তবে তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারী, জাকের আলীসহ বাকিরা ব্যর্থ হন। ফলে সাইফ ছাড়া আর কেউ দুই অঙ্কের রানও ছুঁতে পারেননি।
এর আগে ব্যাট হাতে ভারতকে দুর্দান্ত সূচনা এনে দেন অভিষেক শর্মা ও শুবমান গিল। প্রথম ছয় ওভারেই দলীয় সংগ্রহ দাঁড়ায় ৭২ রান। অভিষেক শেষ পর্যন্ত ৩৭ বলে করেন ঝড়ো ৭৫ রান। রান আউটে কাটা পড়ার আগে তিনি ম্যাচের সেরা ইনিংসটি খেলেন। হার্দিক পান্ডিয়া ২৯ বলে ৩৮ রান করে দলের সংগ্রহ বাড়ান।
বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল ছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন, ২৭ রানে নেন ২ উইকেট। মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও সাইফউদ্দিন নেন একটি করে উইকেট। তবে জাকের আলীর হাতে সহজ ক্যাচ ফেলে দেওয়ায় ম্যাচের শুরুতেই খেসারত দিতে হয় বাংলাদেশকে।
শেষ পর্যন্ত ১৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যর্থ হয় বাংলাদেশি ব্যাটাররা। ভারতের হয়ে কুলদ্বীপ যাদব ৩ উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এই জয়ে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করল রোহিত শর্মার দল।
এসআর
মন্তব্য করুন: