[email protected] মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
৮ আশ্বিন ১৪৩২

আবারও পেছাচ্ছে বিসিবি নির্বাচন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ৭:২৯ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচন ঘিরে দেখা দিয়েছে নতুন অনিশ্চয়তা।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভোটার তালিকা প্রকাশে ব্যর্থ হওয়ার পর এবার ৬ অক্টোবরের নির্বাচন নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।

বোর্ড সূত্রে জানা গেছে, নির্ধারিত সূচি অনুযায়ী নির্বাচন আয়োজন সম্ভব হচ্ছে না। ফলে শিগগিরই নতুন করে তফসিল ঘোষণা করা হতে পারে। এতে ভোটগ্রহণ ও ফল প্রকাশ দুটোই কয়েক দিন পিছিয়ে যাবে।

ইতোমধ্যে নির্বাচন কমিশনের সঙ্গে বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের আলাপ হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র। নির্বাচনের নতুন সূচি নির্ধারণে বৈঠকও চলছে।

সূত্র আরও জানায়, নির্বাচন সামনে রেখে ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে পূর্ণাঙ্গ কাউন্সিলরের তালিকা জমা দেওয়ার কথা ছিল। তবে সেদিন রাত ৯টা পর্যন্ত নতুন নাম যুক্ত হয়েছে। এমনকি মঙ্গলবার বিকেলেও রাজশাহী থেকে আরেকজন কাউন্সিলরের নাম জমা পড়েছে।

এই পরিস্থিতিতে ভোটার তালিকায় বড় ধরনের পরিবর্তনের শঙ্কা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন আমিনুল ইসলাম বুলবুলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর