এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে আরেকবার দাপুটে জয় পেয়েছে ভারত।
রোববার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ৭ বল হাতে রেখে ৬ উইকেটের জয় তুলে নেয় সূর্যকুমার যাদবের দল।
টস জিতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে পাকিস্তান। ১০ ওভারে মাত্র ১ উইকেটে তোলে ৯১ রান। তবে মাঝের ওভারে ধারাবাহিকভাবে উইকেট হারানোয় ব্যাটিং মোমেন্টাম হারায় তারা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেটে ১৭১ রানে থামে পাকিস্তানের ইনিংস।
পাকিস্তানের হয়ে শাহিবজাদা ফারহান ৪৫ বলে ৫৮ রান করেন। সাইম আইয়ূব করেন ১৭ বলে ২১ রান, আর ফাহিম আশরাফ শেষদিকে ৮ বলে ঝোড়ো ২০ রান যোগ করেন।
জবাবে ভারত শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। ৯.৫ ওভারে ১০৫ রানের ওপেনিং জুটিতে জয় অনেকটা নিশ্চিত হয়ে যায়।
যদিও মাঝপথে তিন উইকেট হারায়, কিন্তু তিলক ভার্মার ঠান্ডা মাথার ব্যাটিংয়ে লক্ষ্য পূরণে কোনো সমস্যাই হয়নি।
এসআর
মন্তব্য করুন: