বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠছে দেশের ক্রিকেট অঙ্গন।
রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর এক হোটেলে সংবাদ সম্মেলন করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ একাধিক ক্রিকেট সংগঠক। সেখানে তারা অভিযোগ করেন, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তা এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক সাংগঠনিক ক্ষমতার অপব্যবহার করে জেলা ও বিভাগীয় পর্যায়ে নিজেদের পছন্দমতো কাউন্সিলর মনোনীত করার চেষ্টা করছেন। এ নিয়ে মাঠপর্যায়ের ক্রিকেট সংগঠকদের ওপরও চাপ প্রয়োগ করা হচ্ছে বলে দাবি তাদের।
সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে তামিম ইকবাল বলেন,
“বিসিবির নির্বাচন যেন নিরপেক্ষ ও স্বচ্ছভাবে অনুষ্ঠিত হয়। সরকারি হস্তক্ষেপ কোনোভাবেই কাম্য নয়। নির্বাচনের আগে কাউন্সিলর তালিকায় কারসাজি হলে তা মেনে নেওয়া হবে না।”
একই অনুষ্ঠানে ইশরাক হোসেন বলেন,
“সরকারি হস্তক্ষেপ বন্ধ না হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে বিসিবি ঘেরাও ও রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।”
উল্লেখ্য, আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন। এরই মধ্যে গঠিত হয়েছে তিন সদস্যের নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিশনের অন্য দুই সদস্য হলেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ–সিআইডির অতিরিক্ত আইজিপি সিবগাত উল্লাহ এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব)।
এসআর
মন্তব্য করুন: