[email protected] রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
৬ আশ্বিন ১৪৩২

টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিল ভারত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫ ৮:২১ পিএম

সংগৃহীত ছবি

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আবারও মুখোমুখি হলো চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।

এশিয়া কাপের সুপার ফোর পর্বের এই হাইভোল্টেজ ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব।

গ্রুপ পর্বেই একবার দেখা হয়েছিল দুই দলের। সেই ম্যাচে পাকিস্তানকে সাত উইকেটে হারিয়েছিল ভারত। প্রতিশোধের নেশায় এবার মরিয়া সবুজ জার্সিধারীরা। ম্যাচকে ঘিরে উত্তেজনা তুঙ্গে—মাঠের বাইরেও ছিল নানা নাটকীয়তা। ভারতীয়দের সঙ্গে করমর্দন এড়িয়ে যাওয়া থেকে শুরু করে সংবাদ সম্মেলন বর্জন—সব মিলিয়ে ম্যাচ শুরুর আগেই তৈরি হয়েছে বাড়তি আবহ।

পাকিস্তান: সাইম আয়ুব, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), ফখর জামান, সালমান আলী আঘা (অধিনায়ক), ফাহিম আশরাফ, হুসেইন তালাত, মোহাম্মদ নওয়াজ, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।

ভারত: অভিষেক শর্মা, শুভমন গিল, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরা, কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্ত্তী।

টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৪ বার মুখোমুখি হয়েছে ভারত–পাকিস্তান। এর মধ্যে ভারত জিতেছে ১১ ম্যাচে, পাকিস্তান মাত্র ৩টিতে। তবে দুবাইয়ের মাঠে পাল্লা সমান—চার ম্যাচে দুই দলই জিতেছে দুটি করে।

গ্রুপ পর্বে পাকিস্তানের দেওয়া ১২৭ রানের লক্ষ্য সহজেই টপকেছিল ভারত। সেদিন সূর্যকুমার যাদব খেলেছিলেন অপরাজিত ৪৭ রানের ইনিংস। ফলে আজও আলোচনায় থাকবেন ভারতীয় অধিনায়ক। অন্যদিকে পাকিস্তান তাকিয়ে থাকবে অধিনায়ক সালমান আঘা ও ব্যাটিং লাইনআপের ওপর।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর