এশিয়া কাপের সুপার ফোরের লড়াই শুরু করছে বাংলাদেশ।
শনিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে লিটন দাসের নেতৃত্বাধীন টাইগাররা।
গ্রুপ পর্বে তিন ম্যাচে দুটি জয় ও একটি হারের পরও বাংলাদেশের সুপার ফোরে ওঠা অনিশ্চিত ছিল। তাকিয়ে থাকতে হয়েছিল আফগানিস্তান–শ্রীলঙ্কা ম্যাচের ফলের দিকে। শেষ পর্যন্ত আফগানদের ৬ উইকেটে হারিয়ে শ্রীলঙ্কা নিশ্চিত করে বাংলাদেশের সুপার ফোরের টিকিট।
এখন ফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে শ্রীলঙ্কার বিপক্ষে জয় ছাড়া বিকল্প নেই টাইগারদের। সাম্প্রতিক সময়ে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড আশাব্যঞ্জক। মাত্র দুই মাস আগে শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। তবে এবারের আসরে গ্রুপ পর্বেই শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হেরে যায় লিটনরা।
পরিসংখ্যানে অবশ্য এগিয়ে লঙ্কানরা। দুই দলের টি-টোয়েন্টি লড়াইয়ে এখন পর্যন্ত ২১ ম্যাচে শ্রীলঙ্কার জয় ১৩টিতে, বাংলাদেশের জয় ৮টিতে। এশিয়া কাপে দুই দল মুখোমুখি হয়েছে ১৮ বার— যেখানে ১৫ বার জয় পেয়েছে শ্রীলঙ্কা, জিতেছে বাংলাদেশ মাত্র ৩ ম্যাচে।
তবে টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপে তিন লড়াইয়ে বাংলাদেশ জিতেছে একবার।
এবারের ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাইয়ের স্পোর্টিং উইকেটে, যেখানে বাংলাদেশের মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ থাকবে বড়। গ্রুপ পর্বে সব ম্যাচই খেলেছে আবুধাবির ধীরগতির উইকেটে।
তাই কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারলে ইতিবাচক ফলের আশা জাগাতে পারে টাইগাররা।
এসআর
মন্তব্য করুন: