আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপে দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
শ্বাসরুদ্ধকর ম্যাচে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে গ্রুপ পর্বে লিটন দাসের দল টিকে রইল।
প্রথমে ব্যাট করে বাংলাদেশ তোলে ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রান। ইনিংসের নায়ক তরুণ ওপেনার তানজিদ হাসান, মাত্র ৩১ বলে খেলেন ৫২ রানের ঝড়ো ইনিংস। সাইফ হাসান (৩০) ও তাওহীদ হৃদয় (২৬) কার্যকর ভূমিকা রাখেন।
শেষ দিকে নুরুল হাসান সোহানের দ্রুত ১২ রান দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেয়। আফগানিস্তানের হয়ে নূর আহমাদ (২/২৩) ও রশিদ খান (২/২৬) সবচেয়ে সফল বোলার ছিলেন।
১৫৫ রানের লক্ষ্য তাড়ায় আফগানিস্তান শুরু থেকেই চাপে পড়ে। নাসুম আহমেদের শুরুর সাফল্যে দ্রুত দুই উইকেট হারায় তারা।
এরপরও গুরবাজ (৩৫) ও আজমাতুল্লাহ ওমরজাই (৩০) দলকে ফেরানোর চেষ্টা করেন। শেষ দিকে অধিনায়ক রশিদ খান (২০) ও নূর আহমেদ (১৪) ম্যাচ জমিয়ে তুললেও মুস্তাফিজ-তাসকিনদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ১৪৬ রানে থামে আফগানদের ইনিংস।
বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান ৪ ওভারে ২৮ রান দিয়ে নেন ৩ উইকেট।
নাসুম আহমেদ (২/১১) ও রিশাদ হোসেন (২/১৮) সমান কার্যকর ছিলেন। শেষ দিকে তাসকিন আহমেদও তুলে নেন ২ উইকেট।
এই জয়ে গ্রুপে বাংলাদেশ টিকে থাকল পরবর্তী রাউন্ডের লড়াইয়ে।
এসআর
মন্তব্য করুন: