এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে নামছে বাংলাদেশ।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক লিটন দাস।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হংকংকে ৭ উইকেটে হারিয়ে আসর শুরু করে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হেরে কিছুটা চাপে পড়ে যায় টাইগাররা। দুই ম্যাচ শেষে সংগ্রহে রয়েছে ২ পয়েন্ট। ফলে আজকের ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই। হারলেই বিদায় নিতে হবে এশিয়া কাপ থেকে।
বাংলাদেশ-আফগানিস্তান দ্বৈরথ শুরু হয় ২০১৪ সালে মিরপুরে। এরপর থেকে এ পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ১২ বার। এর মধ্যে ৭টি ম্যাচ জিতে এগিয়ে রয়েছে আফগানিস্তান। তিন সংস্করণেই আফগানদের বিপক্ষে একাধিক হারের কষ্ট বয়ে বেড়াচ্ছে বাংলাদেশ। তাই এবারের ম্যাচ কেবল সুপার ফোরে ওঠার লড়াই নয়, মর্যাদা পুনরুদ্ধারেরও একটি সুযোগ।
এসআর
মন্তব্য করুন: