[email protected] সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
৩১ ভাদ্র ১৪৩২

হাত না মেলানোয় ভারতের শাস্তি? আইসিসির নিয়ম কী বলে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ৪:৩৭ পিএম

সংগৃহীত ছবি

রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরেই উত্তপ্ত সম্পর্ক রয়েছে ভারতের সঙ্গে পাকিস্তানের।

ক্রিকেটও তার বাইরে নেই—রোববার এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচ তা আবার প্রমাণ করেছে। ম্যাচে ভারত সহজ জয় পেলেও মাঠের নানা কাণ্ডই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।

কাণ্ডজ্ঞান

  • টসের সময় দুই দলের অধিনায়ক কেউই একে অপরের সঙ্গে করমর্দন করেননি।
  • পুরস্কার বিতরণ অনুষ্ঠানেও পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা উপস্থিত ছিলেন না।
  • ম্যাচের পুরো সময় ভারত ও পাকিস্তান ক্রিকেটারদের আচরণে আনুষ্ঠানিকতার চিহ্ন দেখা যায়নি।
  • পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন পরিস্থিতি মেনে নিতে সমস্যায় ছিলেন।
  • সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার অভিযোগ করেছেন, ক্রিকেটে রাজনীতি ঢুকে গেছে, বিশেষত ভারতীয় ক্রিকেটার সূর্যকুমার যাদবের আচরণ প্রসঙ্গে।
  • রশিদ লতিফ হতবাক হয়ে বলেন,

“তোমরা ভারতের ক্রিকেট দল, বিশ্বের সেরা দল। কিন্তু খেলা শেষে হাত মেলাওনি। এতেই আসল চরিত্র প্রকাশ পায়। আইসিসি কোথায়?”

এশিয়া কাপের আয়োজন এএসসির অধীনে, এবং আন্তর্জাতিক ম্যাচ হওয়ায় আইসিসির আচরণবিধি প্রযোজ্য। আইসিসি সবসময় খেলোয়াড়দের সুলভ ও খেলোয়াড়সুলভ আচরণের ওপর জোর দিয়েছে। তবে নিয়মে কোথাও উল্লেখ নেই যে ম্যাচ শেষে হাত মেলানো বাধ্যতামূলক।

ফলে, আইনগতভাবে ভারত দলকে শাস্তি দেওয়ার সুযোগ নেই, যদিও আচরণ নীতিমালার দিক থেকে এটি অনৈতিক মনে হতে পারে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর