রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরেই উত্তপ্ত সম্পর্ক রয়েছে ভারতের সঙ্গে পাকিস্তানের।
ক্রিকেটও তার বাইরে নেই—রোববার এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচ তা আবার প্রমাণ করেছে। ম্যাচে ভারত সহজ জয় পেলেও মাঠের নানা কাণ্ডই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।
“তোমরা ভারতের ক্রিকেট দল, বিশ্বের সেরা দল। কিন্তু খেলা শেষে হাত মেলাওনি। এতেই আসল চরিত্র প্রকাশ পায়। আইসিসি কোথায়?”
এশিয়া কাপের আয়োজন এএসসির অধীনে, এবং আন্তর্জাতিক ম্যাচ হওয়ায় আইসিসির আচরণবিধি প্রযোজ্য। আইসিসি সবসময় খেলোয়াড়দের সুলভ ও খেলোয়াড়সুলভ আচরণের ওপর জোর দিয়েছে। তবে নিয়মে কোথাও উল্লেখ নেই যে ম্যাচ শেষে হাত মেলানো বাধ্যতামূলক।
ফলে, আইনগতভাবে ভারত দলকে শাস্তি দেওয়ার সুযোগ নেই, যদিও আচরণ নীতিমালার দিক থেকে এটি অনৈতিক মনে হতে পারে।
এসআর
মন্তব্য করুন: