২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ নিয়ে উত্তেজনা ইতিমধ্যেই তুঙ্গে।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ হতে যাচ্ছে এবারের আসর, যেখানে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে। এরই মধ্যে ১৮টি দল নিশ্চিত করেছে তাদের জায়গা।
আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো স্বয়ংক্রিয়ভাবে বিশ্বকাপে খেলবে। দক্ষিণ আমেরিকা থেকে আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া, ইকুয়েডর ও প্যারাগুয়ে জায়গা নিশ্চিত করেছে। এশিয়া থেকে জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান ও অস্ট্রেলিয়ার পাশাপাশি প্রথমবারের মতো যোগ দিচ্ছে জর্ডান ও উজবেকিস্তান। আফ্রিকা থেকে মরক্কো ও তিউনিসিয়া এবং ওশেনিয়া থেকে নিউজিল্যান্ডও নাম লিখিয়েছে চূড়ান্ত পর্বে।
কনমেবলের বাছাইয়ে দক্ষিণ আমেরিকার ছয় দল নিশ্চিত করেছে তাদের টিকিট। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও রেকর্ড অংশগ্রহণকারী ব্রাজিলের সঙ্গে জায়গা করে নিয়েছে কলম্বিয়া, উরুগুয়ে, ইকুয়েডর ও প্যারাগুয়ে।
এশিয়ার মঞ্চে এবার চমক জর্ডান ও উজবেকিস্তান। তারা প্রথমবারের মতো খেলবে বিশ্বকাপে। এর বাইরে অভিজ্ঞ দল জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান ও অস্ট্রেলিয়াও প্রস্তুত তারকা ফুটবলারদের নিয়ে।
মরক্কো ২০২২ সালের সেমিফাইনালের সাফল্যের স্মৃতি নিয়ে নামবে নতুন লক্ষ্য নিয়ে। তিউনিসিয়াও নিশ্চিত করেছে জায়গা। অন্যদিকে নিউজিল্যান্ড দীর্ঘ ১৬ বছর পর আবারও বিশ্বকাপে ফিরছে।
ইউরোপ থেকে সর্বাধিক ১৬ দল অংশ নেবে, তবে এখনো বাছাইপর্ব শেষ হয়নি। ফলে কোন কোন দেশ জায়গা করে নেবে তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।
নতুন ৪৮ দলের ফরম্যাটে লড়াই হবে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। লাতিন আমেরিকার চিরপ্রতিদ্বন্দ্বিতা, এশিয়ার নবাগত চমক ও আফ্রিকার শক্তি মিলে ২০২৬ বিশ্বকাপ হতে যাচ্ছে এক রঙিন উৎসব।
ফুটবলপ্রেমীরা অপেক্ষায়—কে হবে নতুন নায়ক, আর কোন দলই বা ছড়াবে আলো উত্তর আমেরিকার মাঠে।
এসআর
মন্তব্য করুন: