রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দ্বিতীয় সমাবর্তন আগামী ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
রবিবার (৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল।
সমাবর্তনে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক জনপথ ও বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
এ উপলক্ষে কুবি প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে তাঁর সঙ্গে সাক্ষাৎ করা হয়েছে।
সমাবর্তন কমিটির সহ-আহ্বায়ক অধ্যাপক ড. মাসুদা কামাল জানান, “সমাবর্তনের তারিখ নির্ধারণ করা হয়েছে।
অতিথিদের মধ্যে থাকবেন মাননীয় উপদেষ্টা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ও কুবির উপাচার্য।
এসআর
মন্তব্য করুন: