[email protected] শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
২২ ভাদ্র ১৪৩২

নেপালের বিপক্ষে ম্যাচের আগে দুঃসংবাদ, গোলপোস্টে নেই মিতুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৫ ২:০৭ পিএম

সংগৃহীত ছবি

নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগেই দুঃসংবাদ পেল বাংলাদেশ ফুটবল দল।

দলের নির্ভরযোগ্য গোলকিপার মিতুল মারমা চোটের কারণে প্রথম ম্যাচে খেলতে পারছেন না।

গতকাল কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় অনুশীলনে উপস্থিত থাকলেও সতীর্থদের সঙ্গে প্রস্তুতিতে দেখা যায়নি মিতুলকে। গ্রোয়েন ইনজুরির কারণে আজ সকালে নিশ্চিত হওয়া গেছে, নেপালের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশে থাকছেন না তিনি। তার জায়গায় অভিষেক হতে পারে সুজন হোসেনের।

এরই মধ্যে দল ভুগছে একাধিক খেলোয়াড় সংকটে। নিয়মিত সদস্য হামজা চৌধুরী ও শমিত সোম নেই দলে। অনূর্ধ্ব-২৩ দলের হয়ে ভিয়েতনামে খেলতে গেছেন শেখ মোরসালিন, ফাহমিদুল ইসলাম, মজিবুর রহমান জনি, শাকিল আহাদ তপু ও গোলকিপার মেহেদি হাসান শ্রাবণ।

এমন পরিস্থিতিতে কোচ হাভিয়ের কাবরেরা আস্থা রাখছেন মোহামেডানের গোলরক্ষক সুজন হোসেনের ওপর। দলের তৃতীয় গোলকিপার হিসেবে আছেন সুজনের ছোট ভাই পাপ্পু হোসেন।

ঘরোয়া লিগে অভিজ্ঞতা রয়েছে সুজনের। ২০১৯ সালে শেখ জামাল ধানমন্ডি ক্লাব থেকে মোহামেডানে যোগ দিয়ে এখন পর্যন্ত খেলেছেন ৯১ ম্যাচ। একাদশে সুযোগ পেলে লাল-সবুজ জার্সিতে অভিষেক হবে ২৯ বছর বয়সী এই গোলরক্ষকের।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর