দীর্ঘ এক বছর ধরে দেশের বাইরে অবস্থান করছেন সাকিব আল হাসান।
বিভিন্ন আইনি জটিলতা ও মামলার কারণে এখনও দেশে ফেরেননি তিনি। এর ফলে জাতীয় দলে তার ক্যারিয়ারও থমকে আছে। সরকার পরিবর্তনের পর তিনি দুটি সিরিজে খেললেও এরপর থেকে আর বাংলাদেশের হয়ে মাঠে নামা হয়নি এই অলরাউন্ডারের।
এদিকে সাবেক অধিনায়ক তামিম ইকবাল সম্প্রতি বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—বোর্ডে তামিম এলে সাকিব কি জাতীয় দলে ফিরতে পারবেন?
সম্প্রতি এক পডকাস্টে তামিম এ বিষয়ে বলেন, “সে বাংলাদেশের ক্রিকেটার। যদি ফিট থাকে, নিয়মিত অনুশীলন করে এবং নির্বাচকরা যোগ্য মনে করেন, তাহলে অবশ্যই জাতীয় দলে ফিরতে পারবে। তবে তাকে দেশে ফেরানো আমার হাতে নেই, এখানে আইনি বিষয় জড়িয়ে আছে।”
সাকিবের বিরুদ্ধে একাধিক মামলা থাকার প্রসঙ্গে তামিম বলেন, “দেশের পরিস্থিতি আমি নিয়ন্ত্রণ করতে পারি না। তার মামলা আছে, যদি সে সেগুলোর মুখোমুখি হতে পারে এবং দলের সঙ্গে অনুশীলন করে, তাহলে দলে ফেরার পথ খোলা থাকবে। সে তো বিদেশি কোনো খেলোয়াড় নয়, সে বাংলাদেশের।”
তামিম আরও যোগ করেন, “মামলা চালানো বা মামলা উঠিয়ে নেওয়া বিসিবির কাজ নয়। দেশের হয়ে খেলতে হলে সাকিবকে আগে দেশে ফিরতে হবে, তারপর মাঠে নামতে হবে। এটা তার নিজের সিদ্ধান্ত—সে করবে কি না।"
এসআর
মন্তব্য করুন: