[email protected] বৃহঃস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
২০ ভাদ্র ১৪৩২

লিটন দাসের ব্যাটে নতুন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৫ ৮:১৯ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশের টি–টোয়েন্টি ক্রিকেটে আবারও ইতিহাস গড়লেন লিটন দাস।

ধারাবাহিক পারফরম্যান্সের ধারাবাহিকতায় তিনি এখন দেশের সর্বোচ্চ অর্ধশতকের মালিক।

টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে লিটনের ফিফটির সংখ্যা দাঁড়াল ১৪-তে। এতদিন এই রেকর্ড ছিল সাকিব আল হাসানের দখলে, যিনি করেছিলেন ১৩টি ফিফটি। তবে লিটন যেখানে মাত্র ১১০ ম্যাচে এই মাইলফলক স্পর্শ করলেন, সেখানে সাকিবের প্রয়োজন হয়েছিল ১২৯ ম্যাচ।

বাংলাদেশের হয়ে টি–টোয়েন্টিতে দুই অঙ্কের ফিফটি আছে শুধু লিটন দাস ও সাকিব আল হাসানের। ওপেনার হিসেবে লিটনের এই ধারাবাহিকতা তাকে শুধু রেকর্ডবুকে শীর্ষে তুলছে না, বরং জাতীয় দলের ব্যাটিং লাইনআপের জন্য বড় ভরসা হয়ে উঠছে।

এছাড়া আইসিসির সাম্প্রতিক র‍্যাংকিংয়েও উন্নতি করেছেন লিটন। নিয়মিত সাফল্যে তিনি নিজের ব্যাটিংকে নিয়ে যাচ্ছেন নতুন উচ্চতায়, যা বাংলাদেশের টি–টোয়েন্টি ক্রিকেটে নতুন আশার আলো জ্বালাচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর