বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
মঙ্গলবার বিকেলে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বুলবুল বলেন,
“টেস্ট বা টি-টোয়েন্টি খেলা… আমি বলেছিলাম কুইক ইনিংস খেলার। সেটা এখনও শেষ হয়নি। কুইক ইনিংসটা শেষ হোক। আর যদি কন্টিনিউ করতে হয়, তাহলে টি-টোয়েন্টি থেকে ওয়ানডেতে যাবো।”
বিসিবি নির্বাচনে অংশগ্রহণের কারণ জানাতে গিয়ে বুলবুল বলেন, তার শুরু করা অনেক কাজ ইতোমধ্যে ইতিবাচকভাবে এগোচ্ছে। তাই সেই ধারাবাহিকতা বজায় রাখতে তিনি আবারও নির্বাচনে অংশ নিতে চান।
তিনি আরও বলেন,
“আমার সঙ্গে এখনো জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কোনো আলোচনা হয়নি। আমি শুধু জানিয়েছি, সম্ভব হলে নির্বাচন করব। কীভাবে করব সেটা এখনও চূড়ান্ত হয়নি। তবে মনে হচ্ছে, শুরু করা কাজগুলো যেন শেষ করতে পারি।”
জাতীয় ক্রীড়া পরিষদের কাউন্সিলর হিসেবে মনোনয়ন পেয়েই বিসিবির সভাপতি নির্বাচিত হয়েছিলেন বুলবুল। এবারও নির্বাচনে অংশ নেওয়ার আগে তাকে এনএসসির সঙ্গে সমন্বয় করতে হবে।
এসআর
মন্তব্য করুন: