সিরিজ জয়ের পথে আরেক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ ক্রিকেট দল।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত বোলিংয়ে নেদারল্যান্ডসকে মাত্র ১০৩ রানে অলআউট করেছে স্বাগতিকরা।
সোমবার টসে জিতে ডাচদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ইনিংসের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় নেদারল্যান্ডস। শেষ পর্যন্ত ১৭.৩ ওভারে ১০৩ রানে থামে তাদের ইনিংস।
ডাচদের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন আরিয়ান দত্ত। ২৪ বলে তিনটি চার ও একটি ছক্কায় তিনি এ রান সংগ্রহ করেন। ওপেনার বিক্রমজিত সিং খেলেন ১৭ বলে ২৪ রানের ঝড়ো ইনিংস (চারটি চার)। বাকিদের ব্যর্থতায় বড় সংগ্রহ গড়তে পারেনি দলটি।
বাংলাদেশের বোলাররা ছিলেন আগ্রাসী ও শৃঙ্খলাবদ্ধ।
এই জয়ে সিরিজ জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে টাইগাররা। আগামী ম্যাচে জয় পেলেই নিশ্চিত হবে সিরিজ।
অন্যদিকে, সামনে আসন্ন এশিয়া কাপ টি-টোয়েন্টিকে সামনে রেখে প্রস্তুতিও দারুণভাবে সেরে নিচ্ছে বাংলাদেশ। আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠবে এশিয়া কাপের। তার আগে ডাচদের বিপক্ষে সিরিজটাই হয়ে উঠছে টাইগারদের বড় পরীক্ষা ও আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সুযোগ।
এসআর
মন্তব্য করুন: