নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। ব্যাট-বল ও ফিল্ডিং—তিন বিভাগেই দুর্দান্ত পারফরম্যান্স ছিল টাইগারদের।
ব্যাট-বল ও ফিল্ডিং—তিন বিভাগেই দুর্দান্ত পারফরম্যান্স ছিল টাইগারদের। লিটন দাস, সাইফ হাসান ও তাসকিন আহমেদরা ছিলেন জয়ের নায়ক। সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
প্রথম ম্যাচে যেভাবে সহজ জয় এসেছে, তাতে দ্বিতীয় ম্যাচেও একই একাদশ নিয়ে মাঠে নামার ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ দলের সহকারী কোচ সালাউদ্দিন। রোববার অনুশীলনের পর তিনি বলেন, “এখানে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ নেই। এটা আন্তর্জাতিক ক্রিকেট। জেতার জন্য যে সিদ্ধান্ত প্রয়োজন, সেটিই আমরা নেব।”
অর্থাৎ উইনিং কম্বিনেশন ভাঙার সম্ভাবনা খুবই কম। তবে ওয়ার্কলোড ব্যবস্থাপনার অংশ হিসেবে তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়া হতে পারে। সেই ক্ষেত্রে নাসুম আহমেদ ঢুকতে পারেন দলে। অন্যথায় প্রথম ম্যাচের একাদশই অপরিবর্তিত থাকার সম্ভাবনা প্রবল।
তানজিদ তামিম, পারভেজ ইমন, লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ/নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
এসআর
মন্তব্য করুন: